প্রচ্ছদ / কাফন-দাফন-জানাযা / কবরকে উটের পিঠের মত উঁচু করার হুকুম কি?

কবরকে উটের পিঠের মত উঁচু করার হুকুম কি?

প্রশ্ন

আসসালামুআলাইকুম।

শ্রদ্ধেয় মুফতি সাহেব আমি জানতে চাই,আমাদের দেশে যে উটের পিঠের মত করে কবর উঁচু করা হয় তার ভিত্তি কি? অথচ কবর সমান করে রাখার কথা সহীহ হাদীসে আছে। অতপর দলিলের ভিত্তিতে কোনটি করাই সুন্নাত?

প্রশ্নকর্তা- এনামুল হক

উত্তর

وعليكم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم

عَنْ سُفْيَانَ التَّمَّارِ، أَنَّهُ حَدَّثَهُ: «أَنَّهُ رَأَى قَبْرَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مُسَنَّمًا

সুফিয়ান তাম্মার রাঃ থেকে বর্ণিত। তিনি বলেন, তিনি রাসূল সাঃ এর কবরকে উটের কুঁচের মত [উঁচু] দেখেছেন। {সহীহ বুখারী, হাদীস নং-১৩৯০, মুসান্নাফ আব্দুর রাজ্জাক, হাদীস নং-৬৪৮৪, মারেফাতুস সুনান ওয়াল আসার, হাদীস নং-৭৭২৯, সুনানে কুবরা বায়হাকী, হাদীস নং-৬৭৬০}

উক্ত হাদীসের ভিত্তিতে আমাদের হানাফী মাযহাব মতে কবরকে উটের কুঁচের মত খানিকটা উঁচু রাখা সুন্নত। বাকি সমান রাখাও জায়েজ। 

والله اعلم بالصواب

উত্তর লিখনে

লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালকতালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

ইমেইল- ahlehaqmedia2014@gmail.com

lutforfarazi@yahoo.com

আরও জানুন

নামাযে মধ্যে ‘আল্লাহু আকবার’ বলার সময় যদি ‘আকবার’ এর ‘বা’ উচ্চারণের সময় টেনে পড়ে, তাহলে নামায হবে কি?

প্রশ্ন নামাযে মধ্যে ‘আল্লাহু আকবার’ বলার সময় যদি ‘আকবার’ এর ‘বা’ উচ্চারণের সময় টেনে পড়ে, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আহলে হক্ব বাংলা মিডিয়া সার্ভিস