প্রশ্ন
আসসালামু আলাইকুম ।
মোঃ সাইফুল ইসলাম ।
বীরগঞ্জ , দিনাজপুর ।
প্রশ্নো নং ১।
মাননীয় মুফতী সাহেব হুজুর ।
ইসলামী সঙ্গীত শোনা , বা গাওয়া , কী জায়েজ ? এব্যাপারে কোন হাদীস আছে কী ? ।
উত্তর
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحمن
দফ বা বাজনা ছাড়া নিরেট ইসলামী সংগীত তথা হামদ-নাত, জাগরণী সংগীত ইত্যাদি গাওয়া এবং শোনা জায়েজ আছে। তবে খেয়াল করতে হবে, যেন এর দ্বারা ইবাদতের মাঝে গাফলতী কিংবা ক্ষতি না হয়।
عن ابن عباس ، قال : جاءأعرابي إلى النبي صلى الله عليه وسلم ، فجعل يتكلم بكلام ، فقالرسول الله صلى الله عليه وسلم : (إن من البيان سحرا ، وإن من الشعرحكما
হযরত ইবনে আব্বাস রাঃ থেকে বর্ণিত। একজন অনারবী ব্যক্তি রাসূল সাঃ এর কাছে আসল। তারপর সে বিশেষ ভঙ্গিমায় কথা বলল। তখন রাসূল সাঃ বললেনঃ নিশ্চয় কথন পদ্ধতিতে যাদু রয়েছে। আর কবিতায় আছে হিকমাত তথা গভীর প্রজ্ঞা। {সুনানে আবু দাউদ, হাদীস নং-৫০১১}
عن أبي بن كعب أن رسول الله صلى الله عليه و سلم قال ( إن من الشعر لحكمة
হযরত উবাই বিন কাব রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেনঃ নিশ্চয় কবিতা-শেরের মাঝে রয়েছে হিকমাহ। {৩৭৫৫}
حَسَّانَ بْنَ ثَابِتٍ الْأَنْصَارِيَّ يَسْتَشْهِدُ أَبَا هُرَيْرَةَ أَنْشُدُكَ اللَّهَ هَلْ سَمِعْتَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ يَا حَسَّانُ أَجِبْ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ اللَّهُمَّ أَيِّدْهُ بِرُوحِ الْقُدُسِ قَالَ أَبُو هُرَيْرَةَ نَعَمْ
হযরত হাসসান বিন সাবেত আনসারী রাঃ হযরত আবূ হুরায়রা রাঃ কে আল্লাহর কসম দিয়ে একথার সাক্ষ্য চেয়ে বলেনঃ আপনি কি রাসূল সাঃ কে একথা বলতে শুনেছেন, হে হাসসান! রাসূলুল্লাহ সাঃ এর পক্ষ থেকে [কবিতার মাধ্যমে মুশরিকদের] জবাব দাও। হে আল্লাহ! হাসসানকে রূহুর কুদুস [জিবরাঈল] দ্বারা সাহায্য কর। আবূ হুরায়রা রাঃ বলেন, হ্যাঁ। {সহীহ বুখারী, হাদীস নং-৪৫৩}
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।