প্রশ্ন
নামঃ সাবেত বিন মুক্তার
ঢাকা।
আসসালামু আলাইকুম। “আল্লাহ্র আরশ কেঁপে উঠা” এই ধরণের কথা বলা কি ঠিক? অনেক ওয়ায়েজকেও প্রায় সময় এই কথাটি বলতে শোনা যায় যে “আল্লাহ্ এই কথা সহ্য করবেন না, আল্লাহ্র আরশ কেঁপে উঠবে” ইত্যাদি ইত্যাদি। মুয়ায (রাযি) এর মৃত্যুতে নাকি আল্লাহ্র আরশ কেঁপে উঠেছিল? আল্লাহ্র আরশ কি কখনো কেঁপে উঠে? কতোটুকু সত্য জানাবেন।
উত্তর
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
আরশ আল্লাহ তাআলা একটি সৃষ্টি। এটি কখনো কেঁপে উঠতে পারে। এতে আশ্চর্যের কিছু নেই। হাদীস দ্বারাই এর পরিস্কার প্রমাণ পাওয়া যায়। যেমন এক হাদীসে এসেছে-
عَنْ جَابِرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «اهْتَزَّ العَرْشُ لِمَوْتِ سَعْدِ بْنِ مُعَاذٍ»
হযরত জাবির বিন আব্দুল্লাহ রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেন, সা’দ বিন মুয়াজের মৃত্যুতে আরশ কেঁপে উঠেছে। {সহীহ বুখারী, হাদীস নং-৩৮০৩, ৩৫৯২}
সুতরাং একথাটি একেবারে ভিত্তিহীন কোন কথা নয়। কোন কারণে আরশ কেঁপে উঠতে পারে। এতে আশ্চর্য হবার কিছু নেই। বাকি কথায় কথায় এমন কথা বলা উচিত না।
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।