প্রচ্ছদ / কসম ও মান্নত / আট রাকাত নামাযের মান্নত করলে কয় রাকাতের নিয়ত করে পড়বে?

আট রাকাত নামাযের মান্নত করলে কয় রাকাতের নিয়ত করে পড়বে?

প্রশ্ন

আসসালামু আলাইকুম!

কেউ যদি ৮ রাকাত বা তার অধিক নফল নামায পড়ার মানত করে, সেগুলো ৪ রাকাত করে পড়া যাবে নাকি দুই রাকাত করে পড়তে হবে? জানতে চাই।

প্রশ্নকর্তা-রাখি সাইয়েদ।

উত্তর

وعليكم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم

আপনার ইচ্ছে; চার রাকাত করেও পড়তে পারবেন, আবার দুই রাকাত করেও পড়তে পারবেন।

(وتكره الزيادة على أربع في نفل النهار، وعلى ثمان ليلا بتسليمة) لأنه لم يرد (والأفضل فيهما الرباع بتسليمة) وقالا: في الليل المثنى أفضل، قيل وبه يفتى (الدر المختار مع رد المحتار، كتاب الصلاة، باب الوتر والنوافل، مطلب فى لفظة ثمان-2/455، تبيين الحقائق، كتاب الصلاة، باب الوتر والنوافل-1/172، البحر الرائق-2/53

والله اعلم بالصواب

উত্তর লিখনে

লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

ইমেইল- [email protected]

[email protected]

0Shares

আরও জানুন

নামাযে দুই পায়ের মাঝে কেমন ফাঁকা রাখবে? পাশের জনের সাথে কতটুকু দূরত্বে দাঁড়াবে?

প্রশ্ন আমরা দেখে থাকি একদল ভাইয়েরা নামাযের সময় এমনভাবে দাঁড়ায়, যার কারনে পাশে আর একজন …