প্রশ্ন মুফতী সাহেবের কাছে আমার প্রশ্ন হল, কিছু ভাই বলেন যে, কুরবানীর সাথে একই পশুতে আকিকার অংশ রাখা যাবে না। রাখলে নাকি কুরবানী হবে না। এ বিষয়ে দলীলের আলোকে জানতে চাই। উত্তর بسم الله الرحمن الرحيم কুরবানি ও আকীকা আলাদাভাবেই করা উচিৎ। তবে একত্রে করলে আদায় হবে না তা নয়। একত্রে করলেও কুরবানী-আকীকা দুটোই আদায় হবে। কারণ আকীকাও এক ধরনের কুরবানী। হাদীস শরীফে আকীকার উপরও ‘নুসুক’ শব্দের প্রয়োগ হয়েছে। আর এখানে ‘নুসুক’ অর্থ কুরবানী। হাদীসের আরবী পাঠ এই- سئل رسول الله صلى الله عليه وسلم عن العقيقة، فقال : …
আরও পড়ুন