প্রচ্ছদ / অজু/গোসল/পবিত্রতা/হায়েজ/নেফাস / তায়াম্মুম করে ফরজের পাশাপাশি নফল পড়া যাবে কি?

তায়াম্মুম করে ফরজের পাশাপাশি নফল পড়া যাবে কি?

প্রশ্ন

From: আহমদ সালিম তুহিন
বিষয়ঃ তায়াম্মুম

প্রশ্নঃ
আসসালামুআলাইকুম,

অসুস্থ অবস্থায় তায়াম্মুম করে ফরজের পাশাপাশি নফল ইবাদত করা যাবে কি?

উত্তর

وعليكم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم

যার জন্য তায়াম্মুম করা জায়েজ। ঐ ব্যক্তির জন্য কে তায়ামুম্ম দিয়ে যত ইচ্ছে ফরজের পাশাপাশি নফল ইবাদত করারও সুযোগ রয়েছে। আলাদা আবার তায়াম্মুম করতে হবে না।

أنه لو تيمم للعصر جاز له أن يصلى به غيره (الأشباه والنظائر-1/60)

فالحاصل: أن قول عامة العلماء رحمهم الله تعالى، لو وقع التيمم للصلاة أو لجزء من الصلاة جاز أن يصلى به صلاة أخرى، وما لا فلا، (الفتاوى التاتارخانية-1/365، رقم-758

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক ও প্রধান মুফতী-তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

ইমেইল[email protected]

0Shares

আরও জানুন

ইমামের সামনের সুতরা কি মাসবূক মুসল্লিদের জন্য যথেষ্ট?

প্রশ্ন ইমামের সুতরা মুসল্লিদের জন্য যথেষ্ট কি না? এবং ইমামের সুতরা মসবুক ব্যাক্তির জন্য যথেষ্ট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *