প্রচ্ছদ / তালাক/ডিভোর্স/হুরমত / স্ত্রীকে সাক্ষর করে বাপের বাড়ি যেতে বললে স্ত্রী সাক্ষর না করেই চলে গেলে কি তালাক হয়?

স্ত্রীকে সাক্ষর করে বাপের বাড়ি যেতে বললে স্ত্রী সাক্ষর না করেই চলে গেলে কি তালাক হয়?

প্রশ্ন

From: মোঃ হাবিবুর রহমান
বিষয়ঃ তালাকের মাসআলা

প্রশ্নঃ
মোবাইলে স্ত্রী স্বামীর নিকট ফোন করে তার বাপের বাড়ী যাওয়ার জন্য পিড়াপীড়ি করলে স্বামী তালাকের নিয়ত না করে স্ত্রীকে স্বাক্ষর দিয়ে যেতে বলে। স্ত্রী স্বাক্ষর না করে বাপের বাড়ী যায়। এতে কী তালাক হবে ?

উত্তর

بسم الله الرحمن الرحيم

না, এর দ্বারা কোন তালাক পতিত হবে না। কারণ, এতে তালাকের কোন কারণ বিদ্যমান নেই।

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক ও প্রধান মুফতী-তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

ইমেইল– ahlehaqmedia2014@gmail.com

0Shares

আরও জানুন

‘সুন্দর সম্পর্ক কেন নষ্ট করে দিলা’ বলার দ্বারা কি স্ত্রী তালাক হয়ে যায়?

প্রশ্ন আস্সালামুআলাইকুম মুফতি সাহেব, এই প্রশ্ন কয়েকটা আগেও করেছিলাম, উত্তর না পেয়ে আবার করছি| ওয়াসওয়াসা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *