প্রশ্ন
আমাদের মসজিদের ইমাম সাহেব একদিন বললেন যে, যদি মসজিদে প্রচণ্ড ভীর হয়, মুসল্লিদের দাঁড়ানো ও সেজদা দিতে স্থান সংকুলান না হয়, তাহলে কাতার কাছাকাছি করে দাঁড়াবে। এমতাবস্থায় এক কাতারের মুসল্লিগণ সামনের কাতারের মুসল্লিদের পিঠে সেজদা করবে। এটা জায়েজ আছে।
আমার প্রশ্ন হল, আসলেই কি প্রচণ্ড ভীরের কারণে এভাবে নামায আদায় করলে নামায শুদ্ধ হবে? দয়া করে জানালে কৃতজ্ঞ হবো।
উত্তর
بسم الله الرحمن الرحيم
হ্যা, ইমাম সাহেবের কথা সঠিক। প্রচণ্ড ভীরের কারণে, স্থান সংকুলান না হলে, একজনের পিঠের উপর অপরজন সেজদা দিলেও নামায শুদ্ধ হয়ে যাবে।
رجل لم يستطع يوم الجمعة أن يسجد على الأرض من الزحام فإنه ينتظر حتى يقوم الناس فإذا رأى فرجة سجد، وإن سجد على ظهر رجل أجزأه، وإن وجد فرجة فسجد على ظهر رجل لم يجز، وهذا قول أبي حنيفة، وأبي يوسف رحمه الله. (المحيط البرهانى-2\91
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক ও প্রধান মুফতী-তা’লীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
ইমেইল– [email protected]