প্রশ্ন
অক্সিজেন মাস্ক লাগানোর দ্বারা রোযা নষ্ট হবে কি?
উত্তর
بسم الله الرحمن الرحيم
অক্সিজেন মাস্কের দ্বারা যদি শুধুমাত্র বাতাস ভিতরে প্রবেশ করে, কোন অষুধ বা অন্য কিছু প্রবেশ না করে, তাহলে এর দ্বারা রোযা ভঙ্গ হবে না। [ফাতাওয়া উসমানী-২/১৮০]
হযরত ইবনে আব্বাস রা. থেকে বর্ণিত,
فقال إنما الوضوء مما يخرج وليس مما يدخل، وإنما الفطر مما دخل وليس مما خرج.
শরীর থেকে (কোনো কিছু) বের হলে অযু করতে হয়, প্রবেশ করলে নয়। পক্ষান্তরে রোযা এর উল্টো। রোযার ক্ষেত্রে (কোনো কিছু শরীরে) প্রবেশ করলে রোযা ভেঙ্গে যায়, বের হলে নয় (তবে বীর্যপাতের প্রসঙ্গটি ভিন্ন)।-সুনানে কুবরা, বায়হাকী ৪/২৬১, হাদীস নং-৫৬৭, আলমু’জামুল কাবীর, তাবারানীকৃত, হাদীস নং-৯২৩৭, মুসান্নাফ আব্দুর রাজ্জাক, হাদীস নং-৬৫৮]
হযরত আয়শা রাঃ থেকে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেনঃ
إِنَّمَا الْإِفْطَارُ مِمَّا دَخَلَ وَلَيْسَ مِمَّا خَرَجَ
কোন কিছু প্রবেশ করার দ্বারা রোযা ভেঙ্গে যায়, বের হবার দ্বারা নয়। [মুসনাদে আবী ইয়ালা, হাদীস নং-৪৬০২]
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক ও প্রধান মুফতী-তা’লীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
ইমেইল– [email protected]