প্রচ্ছদ / নফল ইবাদত / চার রাকাত বিশিষ্ট্য নফল নামাযে মাঝখানের বৈঠক না করে সাহু সেজদা দিলে কি নামায হবে?

চার রাকাত বিশিষ্ট্য নফল নামাযে মাঝখানের বৈঠক না করে সাহু সেজদা দিলে কি নামায হবে?

প্রশ্ন:

মুহতারাম , আমার এক বন্ধু ৪ রাকাত নফল নামাজের নিয়ত করে । উক্ত নামাজে ভুলে ১ম বৈঠক ছুটে যায় । তবে শেষ বৈঠকে সাহু সেজদাসহ নামাজ শেষ করে। নামাজ শেষে তার এক বন্ধুকে ঘটনাটা বললে , সে বলে নামাজ হয়নি । কারণ নফল নামাজের প্রত্যেক দুই রাকাতে বৈঠক করা ফরজ । জানার বিষয় হলো , উক্ত নামাজের বিধান কি?

নিবেদক :
মুহা: সাইফুল ইসলাম
খিলগাও , ঢাকা।

উত্তর :
بسم الله الرحمن الرحيم

প্রশ্নোক্ত নামাজ সহীহ হয়েছে ।

جاء في الأصل: 1/ 161 قلت: أرأيت رجلا افتح التطوع فصلى أربع ركعات و لم يقعد في الثانية ؟ قال : يجزيه ، وعليه سجدتا السهو إن كان فعل ذالك ناسيا قلت، قلت : لم ؟ أليس قد أفسدت الأولين حين لم يقعد فيهما ؟ قال : أما في القياس فقد أفسدت الأوليين حين لم يقعد فيهما ؟ قال ، أما في القياس فقد أفسدتهما ، ولكن أدع القياس و استحسن ، فأجعلهما بمنزلة الفريضة ، انتهى

و جاء في الفتاوى السراجية : 118 ، لو ترك القعدة الأولى في السنن و النوافل لاتفسد استحسانا ، انتهى

وكذا في البدائع الصنائع: 2/ 9 ، وفي الفتاوى الهندية 1/113 ، وفي المراقي الفلاح مع حاشية الطحطاوي ص 392 ، وفي أحسن الفتاوى 3/ 463

والله اعلم باصواب
উত্তর লিখনে
মুহা. ইসমাঈল
শিক্ষার্থী : ইফতা বিভাগ- মা’হাদুত তালীম ওয়াল বুহুসীল ইসলামিয়া ঢাকা ।

সত্যায়নে

লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক ও প্রধান মুফতী– মা’হাদুত তালীম ওয়ালবুহুসিল ইসলামিয়া ঢাকা।

মেইল[email protected]

0Shares

আরও জানুন

ইমামের সামনের সুতরা কি মাসবূক মুসল্লিদের জন্য যথেষ্ট?

প্রশ্ন ইমামের সুতরা মুসল্লিদের জন্য যথেষ্ট কি না? এবং ইমামের সুতরা মসবুক ব্যাক্তির জন্য যথেষ্ট …