প্রশ্ন
মহিলাদের জন্য মাথায় চুল দিয়ে ঝুটি বাঁধার হুকুম কী? কেউ কেউ এটাকে হিন্দু নারীদের সাথে সাদৃশ্যায়নের কারণে নাজায়েজ বলছেন। মুফতী সাহেবের মতামত জানতে চাচ্ছি।
উত্তর
بسم الله الرحمن الرحيم
মহিলাদের জন্য মাথার চুলের ঝুঁটি বাঁধা এটি অনেক পুরানো তরীকা। সাহাবিয়ারা মাথায় ঝুঁটি বাঁধতেন। সুতরাং হিন্দুরা বাঁধে এটাকে নাজায়েজ বলার সুযোগ নেই।
যেমন হিন্দুরা পাঞ্জাবী পড়ে বলে মুসলিমদের জন্য পাঞ্জাবী পরিধান করা হারাম হয় না। কতিপয় হিন্দু দাড়ি রাখে বলে মুসলমানদের দাড়ি রাখা রহিত হয় না। তেমনি হিন্দু মহিলারা মাথায় চুলের ঝুঁটি বাঁধে বলে মুসলিম নারীদের চুলে ঝুঁটি বাঁধা নিষেধ হয়ে যাবে না।
عَنْ أُمِّ سَلَمَةَ، أَنَّ امْرَأَةً جَاءَتْ إِلَى أُمِّ سَلَمَةَ بِهَذَا الْحَدِيثِ قَالَتْ: فَسَأَلْتُ لَهَا النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِمَعْنَاهُ قَالَ فِيهِ: «وَاغْمِزِي قُرُونَكِ عِنْدَ كُلِّ حَفْنَةٍ»
উম্মে সালামা রাঃ থেকে বর্ণিত। তিনি বলেন, উম্মে সালামা রাঃ এর নিকট একজন মহিলা আসল। তারপর উক্ত হাদীসের অনুরূপ। তাতে রয়েছে। তিনি বলেন, আমি নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট তার ব্যাপারে জিজ্ঞাসা করলাম, প্রথমোক্ত হাদীসের অনুরূপ। তবে তাতে রয়েছেঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রত্যেক অঞ্জলি পানি ঢালার সময় চুলের বেণী বা খোপা নিংড়ে নিবে। [সুনানে আবু দাউদ-১/৩৩ হাদীস নং-২৫২]
سبحان من زين الرجال باللحى والنساء بالذوائب (كشف الخفا-1/393، رقم-1445
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক ও প্রধান মুফতী – মা’হাদুত তালীম ওয়াল বুহুসিল ইসলামিয়া ঢাকা।
উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম আমীনবাজার ঢাকা।
উস্তাজুল ইফতা– জামিয়া ফারূকিয়া দক্ষিণ বনশ্রী ঢাকা।
ইমেইল– [email protected]