প্রশ্ন
কিরামান কাতিবীন দুই ফেরেশতাকে সাক্ষী বানিয়ে যদি কেউ বিয়ে করে, তাহলে তাদের বিবাহ হবে কি?
কিংবা আল্লাহকে সাক্ষী রেখে বিয়ে করার হুকুম কী? দয়া করে জানালে কৃতজ্ঞ হবো।
উত্তর
بسم الله الرحمن الرحيم
কিরামান কাতিবীন কিংবা আল্লাহ তাআলাকে সাক্ষী বানিয়ে বিবাহ করলে সেই বিবাহ শুদ্ধ হবে না। বিয়ে বিশুদ্ধ হবার জন্য শর্ত হল, দুইজন মুসলমান প্রাপ্ত বয়স্ক পুরুষ বা একজন পুরুষ ও দুইজন নারী সাক্ষী হতে হবে।
তাই ফেরেশতা বা আল্লাহ তাআলাকে সাক্ষী বানিয়ে যে বিয়ে করা হবে, তা বিয়ে বলে সাব্যস্ত হবে না। একসাথে থাকলে যিনার গোনাহ হবে।
تزوج امرأة بشهادة الله ورسوله لم يجز، بل قيل يكفر الخ (الدر المختار مع رد المحتار-4\87)
وشرط حضور شاهدين حرين أو حر و حرتين، مكلفين، سامعين قولهما معا على الأصح فاهمين مسلمين لنكاح مسلمة الخ (الدر المختار مع رد المحتار-4\87-92)
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক ও প্রধান মুফতী – মা’হাদুত তালীম ওয়াল বুহুসিল ইসলামিয়া ঢাকা।
ইমেইল– [email protected]