প্রচ্ছদ / নামায/সালাত/ইমামত / সাহু সেজদা ভুলে না করলে উক্ত নামায পুনরায় পড়তে হবে?

সাহু সেজদা ভুলে না করলে উক্ত নামায পুনরায় পড়তে হবে?

প্রশ্ন

কিছুদিন পূর্বে মাগরিবের নামাজে আমার উপর সেজদায়ে সাহু ওয়াজিব হয়, কিন্তু আমি  তা আদায় করতে ভুলে যাই। আজ সে কথা স্মরণ হয়েছে। এখন আমার জন্য কী করণীয়?

সে নামাজ পুনরায় পড়া জরুরী কিনা? অনেকে বলে এক্ষেত্রে ওয়াক্ত অতিবাহিত হয়ে গেলে দোহরিয়ে পড়তে হয় না। এ ব্যাপারে সঠিক হুকুম কি? বিস্তারিত জানালে কৃতজ্ঞ হবো।

আল্লাহ তা’আলা আপনাদেরকে জাযায়ে খাইর দান করুন।

আঃ আউয়াল

তিতাস,কুমিল্লা

উত্তর

بسم الله الرحمن الرحيم

সময় শেষ হয়ে গেলে দোহরিয়ে পড়তে হয় না এমন একটি কওল রয়েছে। তবে রাজেহ তথা প্রাধান্য পাওয়া বক্তব্য হল, দোহরিয়ে পড়তে হবে। সময় থাকুক বা না থাকুক। সতর্কতা এর মাঝেই।

وقد علمت ايضا ترجيح القول بالوجوب فيكون المرجح وجوب الإعادة فى الوقت وبعده (رد المحتار-3/532

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।

ইমেইল[email protected]

0Shares

আরও জানুন

আজানের সময় বা খানা খাওয়া ও বাথরুমে গমণ এবং স্বাভাবিক অবস্থায় মাথায় কাপড় রাখার হুকুম কী?

প্রশ্ন আমার চারটি বিষয়ে জানার ছিলো : ________ ১, বাথরুমে অবস্থানকালীন সময়ে মাথায় কাপড় দেওয়ার …