প্রশ্ন
From: মাসুম বিল্লাহ
বিষয়ঃ কোরআনের মোট আয়াত নিয়ে
প্রশ্নঃ
আস সালামু আলাইকুম হজরত কোরআন শরিফে 6666 টা আয়াত শুনে আসতেছে কিছু আহলে হাদিস ভাইদের কাছ থেকে শুনতেছি 6666 টা আয়াত নাই এটা নাকি হানাফিদের মন গড়া কথা এটার সটিক সমাধান জানালে আমরা উপকৃত হব
উত্তর
بسم الله الرحمن الرحيم
কুরআনের মোট আয়াত সংখ্যা ৬২৩৬টি। ৬৬৬৬টি হবার কোন সম্ভাবনা নেই। এটি গলদ মশহুর।
আর এ বিষয়ে আহলে হাদীস আর হানাফী টেনে আনা বোকামী। এ বিষয়ের সাথে মাজহাবী মতবিরোধ নেই। এটি কিরাত ও তাজবীদ বিশেষজ্ঞদের বিষয়। মাযহাব ও লা-মাযহাব এখানে বিবেচ্য বিষয় নয়।
বিস্তারিত দেখতে হলে পড়ুনঃ আলকাউসার, কুরআনুল কারীম সংখ্যা-৮৭-১৬১ পৃষ্ঠা, প্রকাশকাল ২০১৬ ঈসাব্দ।
এ প্রশ্নোত্তরটি দেখতে পারেন– পবিত্র কুরআনের প্রকৃত আয়াত সংখ্যা কত?
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।
ইমেইল– [email protected]