প্রচ্ছদ / কুরবানী/জবেহ/আকীকা / জিলহজ্জের চাঁদ উঠলে গোশত খাওয়ার জন্য পশু জবাই নিষিদ্ধ?

জিলহজ্জের চাঁদ উঠলে গোশত খাওয়ার জন্য পশু জবাই নিষিদ্ধ?

প্রশ্ন

নাম: মিজানুৰ ৰহমান, বরপেটা (আসাম)

আচ্ছালামু আলাইকুম, হুজুর আমার বন্ধু একজনে জানতে চাচ্ছেন যে জিলহজ্ব মাসের চাদ উঠার পর থেকে নিয়ে ঈদের আগ পর্যন্ত কোনো মুরগি বা গরু জবাই করে খাওয়া বা না খাওয়ার শরয়ী হুকুম কি?

দয়া করে দলীলসহ জানিয়ে বাধিত করবেন। জাযাকাল্লাহু খাইরা

উত্তর

وعليكم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم

জিলহজ্জ মাসের চাঁদ উঠার পর থেকে গরু, মুরগী ইত্যাদি জবাই করে খাওয়াতে কোন নিষেধাজ্ঞা নেই। যারা নিষেধ করেন, তারা একটি অহেতুক দাবী করেন। যার স্বপক্ষে কুরআন বা হাদীসের কোন দলীল নেই।

আল্লাহর নাম নিয়ে যে পশু জবাই করা হয়, খাওয়া জায়েজ। এ বিধান সর্ব সময়ের জন্যই প্রযোজ্য।

 إِلَّا مَا ذَكَّيْتُمْ [٥:٣

কিন্তু যাকে তোমরা যবেহ করেছ। [তা ভক্ষণ করতে পারো] {সূরা মায়িদা-৩}

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।

উস্তাজুল ইফতা-জামিয়া ফারুকিয়া দক্ষিণ বনশ্রী ঢাকা।

ইমেইল[email protected]

0Shares

আরও জানুন

ইমামের সামনের সুতরা কি মাসবূক মুসল্লিদের জন্য যথেষ্ট?

প্রশ্ন ইমামের সুতরা মুসল্লিদের জন্য যথেষ্ট কি না? এবং ইমামের সুতরা মসবুক ব্যাক্তির জন্য যথেষ্ট …