প্রচ্ছদ / কুরবানী/জবেহ/আকীকা / কুরবানীর গোস্ত গরীবকে না দিলে কুরবানী হবে না?

কুরবানীর গোস্ত গরীবকে না দিলে কুরবানী হবে না?

প্রশ্ন

জনাব, যাদি কোরবানির গোস্ত নিজে এবং আত্বীয়দের মাঝেই বন্টন কিরা হয়,তাহলে কি কুরবানী হবে.?
আমাদের মসজীদের ইমাম জুমার বয়ানে বললেন সামান্য পরিমান ও গোস্ত যদি মিসকিন না পায় তাহলে কুরবানী হবে না।
উনার কথাটি কি সঠিক?

উত্তর

بسم الله الرحمن الرحيم

কুরবানীর গোস্ত নিজের জন্য পুরোটা রাখাও জায়েজ। পুরোটা আত্মীয়দের দিয়ে দেয়াও জায়েজ। পুরোটা গরীবদের দান করাও জায়েজ।

আবার কিছু নিজের জন্য, কিছু গরীবের জন্য ও কিছু আত্মীয়দের জন্য দেয়াও জায়েজ।

তবে মুস্তাহাব হল, তিন ভাগের এক ভাগ নিজের জন্য, এক ভাগ আত্মীয়দের জন্য এবং এক ভাগ গরীবদের দান করা।

কিন্তু গরীবদের বিলকুল দান না করলে কুরবানীই হবে না বলা সঠিক  নয়। ভুল কথা।

তবে ঈদের আনন্দ ভাগ করতে গরীবদের দান করা থেকে বিরত থাকা উচিত নয়।

وَالْأَفْضَلُ أَنْ يَتَصَدَّقَ بِالثُّلُثِ وَيَتَّخِذَ الثُّلُثَ ضِيَافَةً لِأَقْرِبَائِهِ وَأَصْدِقَائِهِ وَيَدَّخِرَ الثُّلُثَ؛ وَيُسْتَحَبُّ أَنْ يَأْكُلَ مِنْهَا، وَلَوْ حَبَسَ الْكُلَّ لِنَفْسِهِ جَازَ لِأَنَّ الْقُرْبَةَ فِي الْإِرَاقَةِ وَالتَّصَدُّقِ بِاللَّحْمِ تَطَوُّعٌ (رد المحتار، كتاب الاضحية-9/474، زكريا، بدائع الصنائع-4/224، زكريا، الفتاوى السراجية-389

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।

উস্তাজুল ইফতা-জামিয়া ফারুকিয়া দক্ষিণ বনশ্রী ঢাকা।

ইমেইল[email protected]

0Shares

আরও জানুন

ইমামের সামনের সুতরা কি মাসবূক মুসল্লিদের জন্য যথেষ্ট?

প্রশ্ন ইমামের সুতরা মুসল্লিদের জন্য যথেষ্ট কি না? এবং ইমামের সুতরা মসবুক ব্যাক্তির জন্য যথেষ্ট …