প্রচ্ছদ / কুরবানী/জবেহ/আকীকা / চিকিৎসার জন্য হাতে থাকা টাকার উপর কুরবানী আবশ্যক হয়?

চিকিৎসার জন্য হাতে থাকা টাকার উপর কুরবানী আবশ্যক হয়?

প্রশ্ন

আমার বিবির বেস্ট ক্যান্সার। তাকে ইন্ডিয়ায় চিকিৎসা করাইতেছি। ২ লক্ষ টাকা খরছ করেছি। এখনও প্রায় ১ লক্ষ টাকা লাগবে।
আমার কাছে ৬০ হাজার টাকা আছে আমার উপরে কুরবানি দেওয়া ওয়াজিব কি না?

উত্তর

بسم الله الرحمن الرحيم

কুরবানী আবশ্যক হয় প্রয়োজন অতিরিক্ত নিসাব পরিমাণ মালের সম্পদের উপর। যেহেতু আপনার আরো এক লাখ টাকা প্রয়োজন। হাতে আছে মাত্র ষাট হাজার। সেই হিসেবে আপনার উপর কুরবানী করা আবশ্যক নয়।

কারণ, চিকিৎসাও প্রয়োজনের অন্তর্ভূক্ত।

(وَأَمَّا) (شَرَائِطُ الْوُجُوبِ) : مِنْهَا الْيَسَارُ وَهُوَ مَا يَتَعَلَّقُ بِهِ وُجُوبِ صَدَقَةِ الْفِطْرِ دُونَ مَا يَتَعَلَّقُ بِهِ وُجُوبُ الزَّكَاةِ،………. وَالْمُوسِرُ فِي ظَاهِرِ الرِّوَايَةِ مَنْ لَهُ مِائَتَا دِرْهَمٍ أَوْ عِشْرُونَ دِينَارًا أَوْ شَيْءٌ يَبْلُغُ ذَلِكَ سِوَى مَسْكَنِهِ وَمَتَاعِ مَسْكَنِهِ وَمَرْكُوبِهِ وَخَادِمِهِ فِي حَاجَتِهِ الَّتِي لَا يَسْتَغْنِي عَنْهَا، فَأَمَّا مَا عَدَا ذَلِكَ مِنْ سَائِمَةٍ أَوْ رَقِيقٍ أَوْ خَيْلٍ أَوْ مَتَاعٍ لِتِجَارَةِ أَوْ غَيْرِهَا فَإِنَّهُ يُعْتَدُّ بِهِ مِنْ يَسَارِهِ، (الى قوله) وملك نصابا تجب عليه الاضحية، (إلى قوله) وجميع ما ذكرنا من الشرائط يستوى فيه الرجل والمرأة (الفتاوى الهندية، كتاب الأضحية، فصل شرائط الوجوب-5/292، رد المحتار، كتاب الاضحية-9/452-453، مجمع الانهر-4/167

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।

উস্তাজুল ইফতা-জামিয়া ফারুকিয়া দক্ষিণ বনশ্রী ঢাকা।

ইমেইল[email protected]

0Shares

আরও জানুন

ইমামের সামনের সুতরা কি মাসবূক মুসল্লিদের জন্য যথেষ্ট?

প্রশ্ন ইমামের সুতরা মুসল্লিদের জন্য যথেষ্ট কি না? এবং ইমামের সুতরা মসবুক ব্যাক্তির জন্য যথেষ্ট …