প্রচ্ছদ / কুরবানী/জবেহ/আকীকা / পশু জবাই করার সময় পশুকে কোন দিকে ফিরিয়ে জবাই করতে হবে?

পশু জবাই করার সময় পশুকে কোন দিকে ফিরিয়ে জবাই করতে হবে?

প্রশ্ন:

পশু জবাই করার সময় পশুকে কোন দিকে ফিরিয়ে জবাই করতে হবে?

জবাব:

بسم الله الرحمن الرحيم

কেবলার দিকে মুখ করে জবাই করবে। এটা সুন্নাতে মুয়াক্কাদা। কোন ওজর ছাড়া এর উল্টো করা খেলাফে সুন্নত। তবে অন্য দিকে ফিরিয়ে জবাই করলে জবাই শুদ্ধ হয়ে যাবে।

দলিল:

وفى رد المحتار-(و) كره (ترك التوجه إلى القبلة) لمخالفة السنة اى المؤكدة لأنه توارثه الناس فيكره تركه بلا عذر (الفتاوى الشامية-9/427)

وفى الفتاوى الهندية- واذا ذبحها بغير توجه القبلة حلت ولكن يكره (الفتاوى الهندية -5/288)

প্রামান্য গ্রন্থাবলী:

১. ফাতওয়ায়ে শামী-৯/৪২৭

২. ফাতওয়ায়ে আলমগীরী-৫/২৮৭-২৮৮

৩. খোলাসাতুল ফাতওয়া-৩/৩০৮

৪. বাদায়েউস সানায়ে’-৪/১৮৯

والله اعلم بالصواب

উত্তর লিখনে

লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

ইমেইল- [email protected]

[email protected]

0Shares

আরও জানুন

ইমামের সামনের সুতরা কি মাসবূক মুসল্লিদের জন্য যথেষ্ট?

প্রশ্ন ইমামের সুতরা মুসল্লিদের জন্য যথেষ্ট কি না? এবং ইমামের সুতরা মসবুক ব্যাক্তির জন্য যথেষ্ট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *