প্রশ্ন:
কুরবানীর দিনে মুরগী জবাই করা জায়েজ কী?
জবাব:
بسم الله الرحمن الرحيم
কুরবানীর নিয়তে কুরবানীর দিনে মুরগী জবাই করা মাকরুহ। তবে খাওয়ার নিয়তে জবাই করতে কোন অসুবিধা নেই।
দলিল:
فى رد المحتار-(فيكره ذبح دجاجة وديك الخ) اى بنية الأضحية والكراهة تحريمة كما يدل عليه التعليل (الفتوى الشامية-9/454)
প্রামান্য গ্রন্থাবলী:
১. ফাতওয়ায়ে শামী-৯/৪৫৪
২. আল বাহরুর রায়েক-৮/৩২৪
৩. ফাতওয়ায়ে আলমগীরী-৫/৩০০
৪. ফাতওয়ায়ে খানিয়া আলা হামিশিল হিন্দিয়া-৩/৩৪৭
৫. খোলাসাতুল ফাতওয়া-৩/৩১৪
৬. হেদায়া-৪/৪৩২
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।