প্রচ্ছদ / প্রশ্নোত্তর / সূর্য বা চন্দ্রগহণের সময় গর্ভবতী মহিলা শুয়ে বা বসে থাকলে পেটের সন্তান ত্রুটিযুক্ত হয়?

সূর্য বা চন্দ্রগহণের সময় গর্ভবতী মহিলা শুয়ে বা বসে থাকলে পেটের সন্তান ত্রুটিযুক্ত হয়?

প্রশ্ন

সমাজে কিছু মানুষ বিশ্বাস করে এবং বিশেষ করে মুরুব্বীরা বলে থাকেন যে, গর্ভবতী মহিলারা যদি চন্দ্র গ্রহণ ও সুর্য গ্রহণ এর সময় শুয়ে থাকে বা হেলান দিয়ে থাকে তাহলে তাদের গর্ভের সন্তান ত্রুটিপূর্ণ হয় । তাই তাদের মতে, গ্রহণের সময় গর্ভবতী মহিলার শুধু হাটাচলা করা আবশ্যকীয় । এইটা কেমন বিশ্বাস ? ইসলামে এর ব্যখ্যা কী দয়া করে জানাবেন ।

উত্তর

بسم الله الرحمن الرحيم

এটি একটি কুসংস্কার বৈ কিছু নয়। এর কোন ভিত্তি না ইসলামে আছে। না চিকিৎসা বিজ্ঞানে আছে। এটি কেবলি মানুষের একটি ভুল ধারণা। সন্তান সুস্থ্য ও ত্রুটিপূর্ণ হবার সাথে সূর্য বা চন্দ্রগহণের কোন হাত নেই।

এরকম কুসংস্কার থেকে মুক্ত থাকা প্রতিটি মুসলমানের উপর আবশ্যক।

المُغِيرَةَ بْنَ شُعْبَةَ، يَقُولُ: انْكَسَفَتِ الشَّمْسُ يَوْمَ مَاتَ إِبْرَاهِيمُ، فَقَالَ النَّاسُ: انْكَسَفَتْ لِمَوْتِ إِبْرَاهِيمَ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ الشَّمْسَ وَالقَمَرَ آيَتَانِ مِنْ آيَاتِ اللَّهِ، لاَ يَنْكَسِفَانِ لِمَوْتِ أَحَدٍ وَلاَ لِحَيَاتِهِ، فَإِذَا رَأَيْتُمُوهُمَا، فَادْعُوا اللَّهَ وَصَلُّوا حَتَّى يَنْجَلِيَ»

মুগীরা ইবনু শুবা (রহঃ) থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (এর পুত্র) ইব্রাহিম (রাঃ) যে দিন ইন্তেকাল করেন,সে দিন সূর্যগ্রহণ হয়েছিল। লোকেরা বলল,ইব্রাহিম (রাঃ) এর মৃত্যুর কারণেই সূর্যগ্রহণ হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেনঃ নিশ্চই সূর্য চন্দ্র আল্লাহর নিদর্শন সমূহের মধ্যে দু’টি নিদর্শন। করো মৃত্যু বা জন্মের কারণে এ দু’টো গ্রহণ হয় না। কাজেই যখন তোমরা এদের গ্রহণ হতে দেখবে,তখন তাদের গ্রহণ মুক্ত হওয়া পর্যন্ত আল্লাহর নিকট দু’আ করবে এবং নামাজ আদায় করতে থাকবে। [সহীহ বুখারী, হাদীস নং-১০৬০]

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।

উস্তাজুল ইফতা-জামিয়া ফারুকিয়া দক্ষিণ বনশ্রী ঢাকা।

ইমেইল[email protected]

0Shares

আরও জানুন

আজানের সময় বা খানা খাওয়া ও বাথরুমে গমণ এবং স্বাভাবিক অবস্থায় মাথায় কাপড় রাখার হুকুম কী?

প্রশ্ন আমার চারটি বিষয়ে জানার ছিলো : ________ ১, বাথরুমে অবস্থানকালীন সময়ে মাথায় কাপড় দেওয়ার …