প্রশ্ন
আসসালামু আলাইকুম
আশা করি আপনি আল্লাহ্র রহমতে ভালো আছেন। আমি ঢাকা জেলা ধামরাই থেকে বলছি।
আমার বাড়ীর মধ্যে সীমানার মধ্যে কিছু কবর আছে। এখানে সর্বশেষ প্রায় ৩০-৩৫ বছর আগে কবর দেয়া হয়েছে। কবর গুলির চারপাশে কোন বেড়া বা দেয়াল নাই । এই কবর গুলোর চারপাশের দুই দিকে টিউবেল, দুই পাশে দুইটা ঘর আছে। কবর গুলো দেখে এখন আর কেউ বুঝতে পারবে না এখানে কোন কবর আছে । কবর এর উপর দিয়ে মাঝে মাঝে মানুষ হাটা চলাফেরা করে। গৃহস্থলীর ব্যবহার্য বিভিন্ন সামগ্রী রাখা হয়। অনেক সময় টিউবেল থেকে গোসলের পানি ফেলা হয়। আবার বাচ্ছারা পস্রাবও করে। এমতাবস্থায় এই কবরগুলো আমরা কি করতে পারি?
কররগুলো কি আমরা কবরস্থানে স্থানান্তর করতে পারি?
যদি করা যায় তাহলে নিচের বিষয়গুলো জানতে চাইঃ
১। সর্বোচ্চ কতগুলো করা যাবে?
২। কি প্রক্রিয়ায় করতে হবে ?
৩। কবর স্থানান্তরের পর ওই জায়গা কি কি কাজে ব্যবহার করা যাবে না।
যদি স্থানান্তর না করা যায় তাহলে আমরা ওই জায়গাটা কিভাবে হেফাজত করতে পারি । বিস্তারিত জানালে উপকৃত হব।
আপনার সুস্বাস্থ কমনা করছি।
মোঃ আলীম হোসেন
উত্তর
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
যেহেতু উক্ত কবরগুলোর যথার্থ সম্মান রক্ষা হচ্ছে না। আশে পাশে বাড়ি ঘর থাকার কারণে। তাই কবরগুলো খুঁড়ে যে হাড্ডিগুলো পাওয়া যাবে, তা সসম্মানে পবিত্র কাপড় দ্বারা মুড়ে কবরস্থানে স্থানান্তর করা যাবে।
এরপর উক্ত স্থানটি যে কোন কাজেই ব্যবহার করা যাবে।
وَلَوْ بَلَى الْمَيِّتُ وَصَارَ تُرَابًا جَازَ دَفْنُ غَيْرِهِ فِي قَبْرِهِ وَزَرْعُهُ وَالْبِنَاءُ عَلَيْهِ، كَذَا فِي التَّبْيِينِ. (الفتاوى الهندية، كتاب الصلاة، الباب الحادى عشر فى الجنائز، الفصل السادس فى القبر الدفن-1/167
إذا غلب الماء على القبر فقيل يجوز تحويله لما روي أن صالح بن عبيد الله رؤي في المنام وهو يقول حولوني عن قبري فقد آذاني الماء ثلاثا فنظروا فإذا شقه الذي يلي الماء قد أصابه الماء فأفتى ابن عباس رضي الله عنهما بتحويله (حاشية الطحطاوى على مراقى الفلاح، كتاب الصلاة، باب احكام الجنائز، فصل في حملها ودفنها-615
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।
উস্তাজুল ইফতা-জামিয়া ফারুকিয়া দক্ষিণ বনশ্রী ঢাকা।
ইমেইল– [email protected]