প্রশ্ন
আসসালামু আলাইকুম।
জনৈকা মহিলা স্বপ্নে কোনো পুরুষের সঙ্গে নিজেকে আপত্তিকর অবস্থায় দেখেন এবং তিনি উত্তেজিত হয়ে যান। ঘুম ভাঙ্গার পর তিনি সামান্য কিছু নির্গত হয়েছে বলে আবিষ্কার করেন।
এতে কি তার রোজা হয়েছে নাকি ভেঙ্গে গিয়েছে?
তিনি মানসিকভাবে খুবই পেরেশান, দ্রুত উত্তর দানে বাধিত করার অনুরোধ রইলো।
উত্তর
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
পেরেশান হবার কিছু নেই। রোযা অবস্থায় স্বপ্নদোষ হলে রোযা ভঙ্গ হয় না।
عَنْ أَبِي سَعِيدٍ الخُدْرِيِّ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: ثَلاَثٌ لاَ يُفْطِرْنَ الصَّائِمَ: الحِجَامَةُ، وَالقَيْءُ، وَالاِحْتِلاَمُ
হযরত আবূ সাঈদ খুদরী রাঃ থেকে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। তিন কারণে রোযা ভঙ্গ হয় না: সিঙ্গা লাগানো, বমি করা এবং স্বপ্নদোষ হওয়া। [সুনানে তিরমিজী, হাদীস নং-৭১৯, মুসনাদুল বাজ্জার, হাদীস নং-৫২৮৭,সহীহ ইবনে খুজাইমা, হাদীস নং-১৯৭৮, আলমুজামুল আওসাত, হাদীস নং-৬৬৭৩, সুনানে কুবরা লিলবায়হাকী, হাদীস নং-৮০৩৪]
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।
উস্তাজুল ইফতা-জামিয়া ফারুকিয়া দক্ষিণ বনশ্রী ঢাকা।
ইমেইল– [email protected]