প্রচ্ছদ / প্রশ্নোত্তর / রোযা রেখে চুল নখ কাটলে বা মাথার চুল কাটলে রোযার কোন ক্ষতি হয় কি?

রোযা রেখে চুল নখ কাটলে বা মাথার চুল কাটলে রোযার কোন ক্ষতি হয় কি?

প্রশ্ন

নাম: আল আমীন।

রোজা রেখে চুল,নখ,সেভ করলে রোজা নষ্ট হবে কী?

উত্তর

بسم الله الرحمن الرحيم

রোযা অবস্থায় উপরোক্ত কাজ করলে রোযা ভঙ্গ হয় না। [কিতাবুল ফাতাওয়া-৩/৩৮৩]

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।

উস্তাজুল ইফতা-জামিয়া ফারুকিয়া দক্ষিণ বনশ্রী ঢাকা।

ইমেইল– ahlehaqmedia2014@gmail.com

আরও জানুন

তারাবীতে সেজদায়ে তিলাওয়াত না দিয়ে নামায শেষ করলে নামায হবে কি?

প্রশ্ন তারাবির নামাজে সেজদার আয়াত ছিল  ইমাম সাহেব সেজদার আয়াত পড়ছে কিন্তু আয়াতে সেজদা দেয়নি …