প্রশ্ন
জনৈক ব্যক্তি আমার কাছে এক ব্যক্তির গীবত করছিল। আমি তাকে মুখে বাঁধা দিচ্ছিলাম। তারপরও সে তা বলে যাচ্ছে। আমি বেশি বাঁধা দিলে তার সাথে ঝগড়া বেঁধে যাবার আশংকা রয়েছে।
এমতাবস্থায় ইচ্ছে না থাকা সত্বেও উক্ত গীবত শোনার কারণে আমার গীবত শোনার গোনাহ হবে কি?
উত্তর
بسم الله الرحمن الرحيم
না, হবে না। আগ্রহভরে গীবত শ্রবণকারীর গোনাহ হয়। কিন্তু মুখে নিষেধ সত্বেও শোনালে গোনাহ হবে না।
ان المستمع لا يخرج من إثم الغيبة إلا أن ينكر بلسانه، فإن خاف فبقلبه، (رد المحتار، كتاب الحظر والإباحة، فصل فى البيع-9/588)
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।
ইমেইল– [email protected]