প্রচ্ছদ / অপরাধ ও গোনাহ / ব্যক্তির নাম জানা না থাকলে তার গীবত শোনা জায়েজ?

ব্যক্তির নাম জানা না থাকলে তার গীবত শোনা জায়েজ?

প্রশ্ন

আসসালামুয়ালাইকুম!

সম্মানিত মুফতি সাহেব! আমাকে একজন লোক বলতেছে যে, অমুক ব্যক্তি এই কাজ করেছে, ঐ কাজ করেছে ।অর্থাৎ এক ব্যক্তির কিছু দোষ বর্ণনা করতেছে। কিন্তু যে ব্যক্তির দোষ বর্ণনা করতেছে, সে ব্যক্তির নাম আমাকে বলেনি। অথবা নাম বললেও উক্ত ব্যক্তিকে আমি চিনিনা। এই পরিস্থিতিতে, এটা কি গীবত হবে?

 

জানিয়ে উপকৃত করবেন!

যযাকাল্লাহু খয়রান।

উত্তর

وعليكم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم

প্রয়োজন ছাড়া এসব শোনা থেকেও বিরত থাকা উচিত।

وَلَوْ اغْتَابَ أَهْلَ قَرْيَةٍ فَلَيْسَ بِغِيبَةٍ لِأَنَّهُ لَا يُرِيدُ بِهِ كُلَّهُمْ بَلْ بَعْضَهُمْ وَهُوَ مَجْهُولٌ خَانِيَّةٌ فَتُبَاحُ غِيبَةُ مَجْهُولٍ

(قَوْلُهُ فَتُبَاحُ غِيبَةُ مَجْهُولٍ إلَخْ) اعْلَمْ أَنَّ الْغِيبَةَ حَرَامٌ بِنَصِّ الْكِتَابِ الْعَزِيزِ وَشَبَّهَ الْمُغْتَابَ بِآكِلِ لَحْمِ أَخِيهِ مَيْتًا إذْ هُوَ أَقْبَحُ مِنْ الْأَجْنَبِيِّ وَمِنْ الْحَيِّ، فَكَمَا يَحْرُمُ لَحْمُهُ يَحْرُمُ عِرْضُهُ قَالَ – صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ – ” «كُلُّ الْمُسْلِمِ عَلَى الْمُسْلِمِ حَرَامٌ دَمُهُ وَمَالُهُ وَعِرْضُهُ» ؛ رَوَاهُ مُسْلِمٌ وَغَيْرُهُ، فَلَا تَحِلُّ إلَّا عِنْدَ الضَّرُورَةِ بِقَدْرِهَا (رد المححتار، كتاب الحظر والاباحة، فصل فى البيع-9/587)

والله اعلم بالصواب

উত্তর লিখনে

লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।

ইমেইল[email protected]

0Shares

আরও জানুন

ইমামের সামনের সুতরা কি মাসবূক মুসল্লিদের জন্য যথেষ্ট?

প্রশ্ন ইমামের সুতরা মুসল্লিদের জন্য যথেষ্ট কি না? এবং ইমামের সুতরা মসবুক ব্যাক্তির জন্য যথেষ্ট …