প্রচ্ছদ / প্রশ্নোত্তর / “উলামাদের কলমের কালি শহীদের রক্তের চেয়ে দামি”কথাটি কি হাদীস?

“উলামাদের কলমের কালি শহীদের রক্তের চেয়ে দামি”কথাটি কি হাদীস?

প্রশ্ন

আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ।

প্রশ্নকর্তা- রায়হান ইসলাম মজুমদার।

দেশ- ভারত।

উলামাদের কলমের কালি শহীদের রক্তের চেয়ে দামিকথাটি কি হাদীস?

দয়া করে সনদসহ বর্ণনা দিন।

উত্তর

وعليكم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم

উক্ত বক্তব্যটির আরবী ইবারত হল,

مداد العلماء افضل من دماء الشهداء

শহীদের রক্তের চেয়ে জ্ঞানীর কালি উত্তম।

উক্ত বক্তব্যটির বিষয়ে মুহাদ্দিসীনে কেরামের মন্তব্য

১-  মোল্লা আলী কারী রহঃ বলেন, কেউ কেউ বলেন, এর কোন ভিত্তি নেই, অথবা এটি জাল। {আলআসরারুল মারফুআ, বর্ণনা নং-৩০৩।

২-  আল্লামা মারয়ী আলকারমী রহঃ বলেন, এটি আসলে হযরত হাসান বসরী রহঃ এর বক্তব্য। {আলফাওয়ায়েদুল মাউজুআ, বর্ণনা নং-১০৭}

৩-  আল্লামা যারকানী রহঃ বলেন, এটি হাসান বসরী রহঃ এর বক্তব্য। এটিকে মারফূ বলা মওজু। {মুখতাসারুল মাকাসিদ, বর্ণনা নং-৯২৬}

৪-  আল্লামা ইবনুল জাওযী রহঃ বলেন, এটি হাদীস নয়। {আলইলালুল মুতানাহিয়া-১/৮০}

মুহাদ্দিসীনদের উল্লেখিত বক্তব্য দ্বারা একথাই প্রমানিত হয় যে, উক্ত বক্তব্যটি মূলত হযরত হাসান বসরী রহঃ এর কথা হাদীস নয়। তাই এটিকে রাসূল সাঃ এর হাদীস বলা জায়েজ হবে না।

والله اعلم بالصواب

উত্তর লিখনে

লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

ইমেইল- [email protected]

[email protected]

0Shares

আরও জানুন

ইমামের সামনের সুতরা কি মাসবূক মুসল্লিদের জন্য যথেষ্ট?

প্রশ্ন ইমামের সুতরা মুসল্লিদের জন্য যথেষ্ট কি না? এবং ইমামের সুতরা মসবুক ব্যাক্তির জন্য যথেষ্ট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *