প্রশ্ন
সম্মানিত মুফতি সাহেব আসসালামু আলাইকুম।
আমি জানতে চাই বাংলা নববর্ষ পহেলা বৈশাখ উপলক্ষে কেউ যদি মার্কেটে সাদা,লাল বা অন্য যেকোন কালার পাঞ্জাবী,পায়জামা বা অন্য যেকোন পোশাক বিক্রয় করে এটা কি জায়েজ হবে? কারণ পহেলা বৈশাখ এর আগে পাইকাররা এসব পোষাক খুচরা বিক্রেতাদের নিকট বিক্রি করে আর খুচরা বিক্রতারা ভোক্তাদের নিকট বিক্রি করে আর ভোক্তারা বৈশাখের প্রথম দিন সেগুলো পরিধান করে। যদি জায়েজ না থাকে তাহলে বৈশাখের কতদিন আগে পাঞ্জাবী,পায়জামা বিক্রয় বন্ধ করে দিতে হবে? আর কত দিন পর থেকে আবার বিক্রয় করতে পারব? আরেকটা প্রশ্ন কোন বিধর্মী কাপড় ব্যবসায়ীর সাথে ব্যবসা করা যাবে কিনা?
উত্তর
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
কাপড় বিক্রি করাতে কোন সমস্যা নেই।
যে বস্তুর হালাল ও হারাম উভয় অবস্থায় ব্যবহারের সুযোগ রয়েছে। তা বিক্রি করা জায়েজ আছে। কাপড় মূলত হারাম নয়। বরং বৈশাখী অনুষ্ঠানের নামে বিধর্মী কালচারের রুসুম রেওয়াজে অংশ নেয়া নাজায়েজ।
আর বিধর্মীর সাথে হালাল ব্যবসা করাতেও কোন সমস্যা নেই।
فى رد المحتار: لَا يُكْرَهُ بَيْعُ الْجَارِيَةِ الْمُغَنِّيَةِ وَالْكَبْشِ النَّطُوحِ وَالدِّيكِ الْمُقَاتِلِ وَالْحَمَامَةِ الطَّيَّارَةِ؛ لِأَنَّهُ لَيْسَ عَيْنُهَا مُنْكَرًا وَإِنَّمَا الْمُنْكَرُ فِي اسْتِعْمَالِهَا الْمَحْظُورِ. اهـ.
قُلْت: لَكِنَّ هَذِهِ الْأَشْيَاءَ تُقَامُ الْمَعْصِيَةُ بِعَيْنِهَا لَكِنْ لَيْسَتْ هِيَ الْمَقْصُودَ الْأَصْلِيَّ مِنْهَا، فَإِنَّ عَيْنَ الْجَارِيَةِ لِلْخِدْمَةِ مَثَلًا وَالْغِنَاءُ عَارِضٌ فَلَمْ تَكُنْ عَيْنَ النُّكُرِ، (رد المحتار: كتاب الجهاد، باب البغاة، مَطْلَبٌ فِي كَرَاهَةِ بَيْعِ مَا تَقُومُ الْمَعْصِيَةُ بِعَيْنِهِ-4/268
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।
ইমেইল– [email protected]