প্রচ্ছদ / কুরআন ও হাদীসের ব্যাখ্যা / ইহুদীদের ভ্রান্ত দাবি “তারাই জান্নাতপ্রাপ্ত” বক্তব্য নির্ভর আয়াত কোনটি?

ইহুদীদের ভ্রান্ত দাবি “তারাই জান্নাতপ্রাপ্ত” বক্তব্য নির্ভর আয়াত কোনটি?

প্রশ্ন

ইহুদীরা বলতো তারাই জান্নাতপ্রাপ্ত দল। এটি কোন সূরার কত নাম্বার আয়াত? দয়া করে জানালে কৃতজ্ঞ হবো।

প্রশ্নকর্তা-সালমান আহমাদুল্লাহ।

উত্তর

بسم الله الرحمن الرحيم

وَقَالُوا لَن يَدْخُلَ الْجَنَّةَ إِلَّا مَن كَانَ هُودًا أَوْ نَصَارَىٰ ۗ تِلْكَ أَمَانِيُّهُمْ ۗ قُلْ هَاتُوا بُرْهَانَكُمْ إِن كُنتُمْ صَادِقِينَ [٢:١١١

ওরা বলে, ইহুদী ও খৃষ্টান ব্যতিত কেউ জান্নাতে যাবে না। এটা ওদের মনের বাসনা। বলে দিন, তোমরা সত্যবাদী হলে, প্রমাণ উপস্থিত কর।[সূরা বাকারা-১১১]

আরেক আয়াতে এসেছেঃ

وَقَالُوا كُونُوا هُودًا أَوْ نَصَارَىٰ تَهْتَدُوا ۗ قُلْ بَلْ مِلَّةَ إِبْرَاهِيمَ حَنِيفًا ۖ وَمَا كَانَ مِنَ الْمُشْرِكِينَ [٢:١٣٥

তারা বলে, তোমরা ইহুদী অথবা খৃষ্টান হয়ে যাও, তবেই সুপথ পাবে। আপনি বলুন, কখনোই নয়; বরং আমরা ইব্রাহীমের ধর্মে আছি, যাতে বক্রতা নেই। তিনি মুশরিকদের অন্তর্ভূক্ত ছিল না। [সূরা বাকারা-১৩৫]

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।

ইমেইল[email protected]

0Shares

আরও জানুন

সুদী এনজিও সংস্থাকে বাসা ভাড়া দেয়া কি জায়েজ?

প্রশ্ন আসসালামু আলাইকুম। আমাদের বাসায় NGO ভাড়া থাকে যারা সুদের সাথে সম্পৃক্ত, তাদের সঙ্গে  আমাদের …