প্রশ্ন
ইহুদীরা বলতো তারাই জান্নাতপ্রাপ্ত দল। এটি কোন সূরার কত নাম্বার আয়াত? দয়া করে জানালে কৃতজ্ঞ হবো।
প্রশ্নকর্তা-সালমান আহমাদুল্লাহ।
উত্তর
بسم الله الرحمن الرحيم
وَقَالُوا لَن يَدْخُلَ الْجَنَّةَ إِلَّا مَن كَانَ هُودًا أَوْ نَصَارَىٰ ۗ تِلْكَ أَمَانِيُّهُمْ ۗ قُلْ هَاتُوا بُرْهَانَكُمْ إِن كُنتُمْ صَادِقِينَ [٢:١١١
ওরা বলে, ইহুদী ও খৃষ্টান ব্যতিত কেউ জান্নাতে যাবে না। এটা ওদের মনের বাসনা। বলে দিন, তোমরা সত্যবাদী হলে, প্রমাণ উপস্থিত কর।[সূরা বাকারা-১১১]
আরেক আয়াতে এসেছেঃ
وَقَالُوا كُونُوا هُودًا أَوْ نَصَارَىٰ تَهْتَدُوا ۗ قُلْ بَلْ مِلَّةَ إِبْرَاهِيمَ حَنِيفًا ۖ وَمَا كَانَ مِنَ الْمُشْرِكِينَ [٢:١٣٥
তারা বলে, তোমরা ইহুদী অথবা খৃষ্টান হয়ে যাও, তবেই সুপথ পাবে। আপনি বলুন, কখনোই নয়; বরং আমরা ইব্রাহীমের ধর্মে আছি, যাতে বক্রতা নেই। তিনি মুশরিকদের অন্তর্ভূক্ত ছিল না। [সূরা বাকারা-১৩৫]
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।
ইমেইল– [email protected]