প্রচ্ছদ / ওয়াকফ/মসজিদ/ঈদগাহ / রাস্তার প্রয়োজনে মসজিদের কিছু অংশ ভেঙ্গে রাস্তায় পরিণত করা যাবে কি?

রাস্তার প্রয়োজনে মসজিদের কিছু অংশ ভেঙ্গে রাস্তায় পরিণত করা যাবে কি?

প্রশ্ন

মসজিদ নির্মাণ করা হয়েছে ওয়াকফ জমির উপর। মসজিদের পাশ দিয়ে রাস্তা গিয়েছে। এখন উক্ত রাস্তা বড় করার প্রয়োজন দেখা দিয়েছে। প্রশ্ন হল, রাস্তা বড় করতে গিয়ে মসজিদের কিছু অংশ ভেঙ্গে ফেলা জায়েজ হবে কি?

উত্তর

بسم الله الرحمن الرحيم

না, এটি জায়েজ হবে না। কারণ, যে স্থান একবার মসজিদ হয়ে যায়, তা কিয়ামত পর্যন্ত মসজিদ হিসেবেই বাকি থাকে, মসজিদকে রাস্তায় পরিণত করলে মসজিদের সম্মান বিনষ্ট হবে। তাই একাজ থেকে বিরত থাকতে হবে।

فى الفتاوى الهنديةقوم بنوا مسجدا واحتاجوا إلى مكان ليتسع المسجد وأخذوا من الطريق وأدخلوه في المسجد إن كان يضر بأصحاب الطريق لا يجوز وإن كان لا يضر بهم رجوت أن لا يكون به بأس كذا في المضمرات وهو المختار كذا في خزانة المفتين إن أرادوا أن يجعلوا شيئا من المسجد طريقا للمسلمين فقد قيل ليس لهم ذلك وأنه صحيح كذا في المحيط (الفتاوى الهندية-2/456-457)

প্রামান্য গ্রন্থাবলী:

১. ফাতওয়ায়ে আলমগীরী-২/৪৫৬-৪৫৭

২. ফাতওয়ায়ে শামী-৬/৫৭৪,৭৫৬

৩. ফাতওয়ায়ে তাতারখানিয়া-৫/৮৪১-৮৪২

৪. আল বাহরুর রায়েক-৫/৪২৮

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।

ইমেইল[email protected]

0Shares

আরও জানুন

ইমামের সামনের সুতরা কি মাসবূক মুসল্লিদের জন্য যথেষ্ট?

প্রশ্ন ইমামের সুতরা মুসল্লিদের জন্য যথেষ্ট কি না? এবং ইমামের সুতরা মসবুক ব্যাক্তির জন্য যথেষ্ট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *