প্রশ্ন
আসসালামু আলাইকুম
নিয়ত নেই তালাকের,এবং তালাক দেওয়ার প্রসংগে উদ্দেশ্যহীন ভাবে কথা বলার এক সময় বলল যে এক এবং দুই তালাক ও পাচঁ তালাক বললে তালাক হয় না!! একবারে বললে হয় যদি তালাক দেওয়ার ইচ্ছা থাকে
!!এ ক্ষেত্রে কি তালাক হয়ে গেছে!!
স্বামী এটাও বলে যে তোমাকে ছাড়ার নিয়ত করে বলিনি,
আর একটা ছবি সংযুক্ত করেছি এর ব্যাখ্যা জানতে চাই..
আশা করি শীঘ্রই উত্তর দিয়ে বাধিত করবেন।
উত্তর
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
অবস্থা যদি তা’ই হয়, যা উপড়ে বর্ণিত হয়েছে, তাহলে এবার আলাপ করার দ্বারা কোন তালাক পতিত হয়নি।
يشترط بالاتفاق القصد فى الطلاق، وهو إرادة التلفظ به ولو لم ينو فلا يقع طلاق فقيه يكره ولا طلاق حاك عن نفسه أو غيره لأنه لام يقصد معناه، بل قصد التعليم والحكاية، (الفقه الاسلام وادلته، كتاب الطلاق، باب شروط الطلاق-7/368)
لو كرر مسائل الطلاق بحضرة زوجته ويقول: أنت طالق ولا ينوى طلاقا لا تطلق، (فتح القدير، كتاب الطلاق، باب ايقاع الطلاق-4/4
আর সূরা বাকারার ২৩২ নং আয়াত দ্বারা উদ্দেশ্য হল, কোন মহিলার যদি প্রথমে কোথাও বিয়ে হয়, তারপর তার স্বামী তাকে তিন তালাক প্রদান করে, তাহলে উক্ত স্ত্রীকে স্বামী রাখতে পারে না। কিন্তু ইদ্দত শেষে মহিলাটির যদি দ্বিতীয়বার কোথাও বিয়ে হয়, তারপর সেখানে ঘর সংসার করাকালীন কোন কারনে তালাক হয়ে যায়, আর মহিলাটির ইদ্দত পালন করে ফেলে, তাহলে এবার প্রথম স্বামীর কাছে পুনরায় বিয়ের মাধ্যমে ফেরত আসতে পারবে। এক্ষেত্রে কেউ বাঁধা দিতে পারবে না। যদিও দ্বিতীয় স্বামীর কাছে বিয়ে হওয়া,তার সাথে সহবাস হওয়া এবং তার থেকে তালাকপ্রাপ্তা হবার আগে প্রথম স্বামীর কাছে ফেরত আসার কোন সুযোগ ছিল না। কিন্তু দ্বিতীয় স্বামী তালাক দিয়ে দিলে এখন প্রথম স্বামীর কাছে বিয়ের মাধ্যমে ফেরত আসতে কেউ বাঁধা দিতে পারবে না। একথাই আয়াতে কারিমায় বুঝানো হয়েছে।
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।
ইমেইল– [email protected]