প্রশ্ন
আমার নাম মোহাম্মদ দেলোয়ার হোসেন।আমার বাড়ি কুমিল্লা জেলায়।
মোবাইল: ০১৮৬৬০৭৪৯১০।
দয়া করে আমার দুটি মাসয়ালার সঠিক জবাব দিবেন।
১) রাস্তায় হাটার সময় লাউড স্পিকার দিয়ে মোবাইল থেকে কোরআন তেলাওয়াত শ্রবণ করা জায়েজ হবে কি না?
২) মোবাইল থেকে পুরো ৩০ পাড়া কোরআন তেলাওয়াত শুনলে কোরআন শুনে খতম করার সাওয়াব পাব কি না? কিংবা, শুনলে সাওয়াব হবে কি না?
আশা করি নির্ভরযোগ্য সমাধান দিবেন?
উত্তর
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
১ম প্রশ্নের উত্তর
লাউড স্পিকার দিয়ে কুরআন তিলাওয়াত শোনা মোটেও ঠিক নয়। কারণ এর দ্বারা কুরআনের সম্মানহানী হয়।
কুরআনে কারীমে পরিস্কার নির্দেশ এসেছে যে, যখন কুরআন তিলাওয়াত করা হয়, তখন তা মনযোগ সহকারে শোন এবং চুপ থাকো। [সূরা আরাফ-২০৪]
কিন্তু লাউড স্পিকারে কুরআনের তিলাওয়াত বাজানো হলে, আশেপাশের মানুষের কানেও তা পৌঁছে যায়, কিন্তু একথা জানা যে, তারা তা মনযোগ সহকারে শুনবেও না, আবার চুপও থাকবে না। ফলে আল্লাহর আদেশ লঙ্ঘণের কারণ হচ্ছে কুরআন জোর আওয়াজে বাজানো। তাই একাজ করা মাকরূহ।
أَنَّهُ يَجِبُ عَلَى الْقَارِئِ احْتِرَامُهُ بِأَنْ لَا يَقْرَأَهُ فِي الْأَسْوَاقِ وَمَوَاضِعِ الِاشْتِغَالِ، فَإِذَا قَرَأَهُ فِيهَا كَانَ هُوَ الْمُضَيَّعَ لِحُرْمَتِهِ، فَيَكُونُ الْإِثْمُ عَلَيْهِ دُونَ أَهْلِ الِاشْتِغَالِ دَفْعًا لِلْحَرَجِ، (رد المحتار، كتاب الصلاة، فُرُوعٌ] يَجِبُ الِاسْتِمَاعُ لِلْقِرَاءَةِ مُطْلَقًا لِأَنَّ الْعِبْرَةَ لِعُمُومِ اللَّفْظِ-1/546)
২য় প্রশ্নের উত্তর
কুরআনের রেকর্ডিং শোনার দ্বারাও কুরআন শ্রবণের সওয়াব হবে ইনশাআল্লাহ।
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।
ইমেইল– [email protected]