প্রশ্ন
From: Md Faisal Hossain
বিষয়ঃ নাস্তিকদের প্রশ্নের জবাব
প্রশ্নঃ
আমার একজন বন্ধু প্রশ্ন করেছে,
১. গড কেন থাকতেই হবে ?
২. গড থাকলে কেন তার একটা ধর্ম থাকতেই হবে ?
আমার বন্ধু টি মুসলমান। কিন্তু বিভিন্ন অনলাইন জিনিস থেকে সে প্রভাবিত হয়ে এখন তার চিন্তা ভাবনা পরিবর্তন হয়ে গেছে। সে আমাকে এই প্রশ্ন করেছে।
যদি এগুলোর যথাযথ যুক্তি সহ উত্তর দিতেন খুব ই ভালো হতো। আর অবশ্যই আমার বন্ধুর এবং সমস্ত উম্মত এর হিদায়াত এর দুআ এর দরখাস্ত থাকলো।
উত্তর
بسم الله الرحمن الرحيم
১ম প্রশ্নের জবাব
গড বলতে যা বুঝানো হচ্ছে, তাহলো আল্লাহ রাব্বুল আলামীন। সৃষ্টিকর্তা।
উল্লেখিত প্রশ্নটি একটি হাস্যকর প্রশ্ন। দেখুন কেমন হাস্যকর। আমি আপনাকে প্রশ্ন করছিঃ
১
গাড়ি চলতে হলে ড্রাইভার বা এর সঞ্চালক কেন থাকতেই হবে?
২
বাড়ি নির্মাণের জন্য নির্মাতা কেন থাকতেই হবে?
আমার উক্ত প্রশ্ন দু’টির জবাব কি হবে? এমন অসংখ্য প্রশ্ন করা যায়। এসবের জবাব কি হবে? আমার এসব প্রশ্নগুলো কি আপনার কাছে হাস্যকর মনে হচ্ছে না? অবশ্যই হাস্যকর ও বাচ্চাসূলভ প্রশ্ন।
কোন কিছু চলতে হলে, কোন কিছু অস্তিত্ব লাভ করতে হলে, সঞ্চালক ও অস্তিত্বকারী নির্মাতা লাগবেই। এটি স্বাভাবিক বুদ্ধির কথা। একজন বদ্ধ উন্মাদ ছাড়া একথা কেউ বলতে পারে না যে, সব কিছুই এমনিতেই হয়ে গেছে। কেউ নেই এসব নির্মানের। যেমন কেউ যদি বলে একশত তলা বিল্ডিং এমনিতেই এক ঝড়ে তৈরী হয়ে গেছে। কোন সঞ্চালক বা ড্রাইভার ছাড়াই গাড়ি অনবরত চলছে বললে উক্ত ব্যক্তিকে কেবল পাগলা গারদেই পাঠানো হবে। এছাড়া গত্যান্তর নেই।
অসংখ্য সৃষ্টিমালা, আকাশময় নক্ষত্রপূঞ্জ, হাজারো গ্রহ আপন কক্ষপথে অনবরত ঘুরে বেড়াচ্ছে, এই সুন্দর সাজানো পৃথিবী এসব কিছুই এমনিতেই হয়ে গেল? এসবের কোন স্রষ্টা নেই? এসব পাগলের প্রলাপ ছাড়া আর কী হতে পারে?
আমাদের করা দু’টি প্রশ্নের জবাব যে জবাব উক্ত বন্ধুটি দিবেন, তার প্রশ্নের একই জবাব হবে।
২য় প্রশ্নের জবাব
উক্ত প্রশ্নের আহমকী বুঝানোর জন্য আমরা দু’টি আহমকী প্রশ্ন করিঃ
১
ড্রাইভার বা সঞ্চালক থাকলে কেন তার নির্দিষ্ট পদ্ধতেই গাড়ি চালাতে হবে? [যেমন নির্দিষ্ট গন্তব্যে পৌঁছার জন্য গাড়িটি ব্যবহার করা। সেটি ব্যবহারের যেসব নীতিমালা রয়েছে সেগুলো যথাযথ প্রয়োগ করা, যেমন গাড়িতে ফুয়েল বা গ্যাস ভর্তি করা, চাকায় পাম্প থাকা ইত্যাদি]
২
বাড়ির নির্মাতা থাকলে কেন তার একটা মাকসাদ থাকতেই হবে? [যেমন বসবাসের জন্য বাড়ি নির্মাণ, অফিস আদালতে জন্য নির্মাণ, অবকাশ যাপনের জন্য নির্মাণ ইত্যাদি]
উপরোক্ত দু’টি প্রশ্ন আপনার কাছে কেমন মনে হচ্ছে?
হাস্যকর ও বাচ্চাসূলভ নয়কি?
যখন কোন কিছু নির্মিত হতে হলে নির্মাতা স্রষ্টা লাগেই। তখন সেই স্রষ্টার কিছু নিয়মনীতি থাকবেই। তার কিছু বিধানাবলী থাকবেই। তিনি এসব অহেতুক নির্মাণ করেন না। তার একটি মাকসাদ থাকে। সেই মাকসাদ পূর্ণ করার জন্য তিনি কিছু বিধি-নিষেধ করবেনই। এটাই স্বাভাবিক। এটাই স্বাভাবিক বিবেক ও বুদ্ধির দাবি।
তেমনি এ বিশ্ব চরাচর যিনি সৃষ্টি করেছেন। যিনি মানবমন্ডলী সৃষ্টি করেছেন। সেই মহান স্রষ্টা আল্লাহ এসব অহেতুক সৃষ্টি করেননি। তারও কিছু নিয়মনীতি আছে। বিধি-নিষেধ আছে। মহান স্রষ্টা আল্লাহর নিয়মনীতি আর বিধি-নিষেধের নামই হল ধর্ম।
যা অমান্য করা স্রষ্টার নীতিকে অগ্রাহ্য করা। যা গর্হিত অপরাধ ছাড়া আর কী’ হতে পারে?
যেমন বাড়ি নির্মাণ করা হল বসবাসের জন্য। কিন্তু বসবাসের নিয়মনীতির তোয়াক্কা না করে, সেটিকে কামার খানা হিসেবে ব্যবহার শুরু হয়ে গেল।
যে মাকসাদে নির্মাতা বাড়ি নির্মাণ করলেন। সেই মাকসাদের উল্টো ব্যবহার সেটির মূল অবস্থা নষ্ট করে দেয়া হল, উপযোগী রাখা হলো না, নির্মাতার উদ্দেশ্যের বিপরীত তা ব্যবহার করে নষ্ট করে দেয়া হল, তাহলে নির্মাতাতো ক্ষিপ্ত হবেই। তিনিতো এর জন্য শাস্তি দিবেনই। এটাই কি স্বাভাবিক নয়?
আশা করি সহীহ সমঝ ও আকল থাকলে উপরোক্ত দু’টি প্রশ্নের অসাড়তা পরিস্কার হয়ে গেছে।
قُلِ اللَّهُ خَالِقُ كُلِّ شَيْءٍ وَهُوَ الْوَاحِدُ الْقَهَّارُ [١٣:١٦
বলুনঃ আল্লাহই প্রত্যেক বস্তুর স্রষ্টা এবং তিনি একক, পরাক্রমশালী। [সূরা রা’দ-১৬]
رَبَّنَا لَا تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَنَا وَهَبْ لَنَا مِن لَّدُنكَ رَحْمَةً ۚ إِنَّكَ أَنتَ الْوَهَّابُ [٣:٨
হে আমাদের পালনকর্তা! সরল পথ প্রদর্শনের পর তুমি আমাদের অন্তরকে সত্যলংঘনে প্রবৃত্ত করোনা এবং তোমার নিকট থেকে আমাদিগকে অনুগ্রহ দান কর। তুমিই সব কিছুর দাতা। [সূরা আলেইমরান-৮]
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।
মুহাদ্দিস-জামিয়া উবাদা ইবনুল জাররাহ, ভাটারা ঢাকা।
ইমেইল– [email protected]