প্রশ্ন
From: সুহায়েল আহমদ
বিষয়ঃ কুরবানী
প্রশ্নঃ
কোন ব্যক্তি অন্য কাওকে কুরবানীর পশু জবাই করার জন্য দিল, উক্ত লোকটি কুরবানী করার পর বল্লো, আমি ইচ্ছা করে বিসমিল্লাহ না বলেই কুরবানী করেছি, এখন জানার বিষয় হল, উক্ত কুরবানী সহিহ হবে কি না ? যদি সহিহ না হয় এবং তার সম মুল্য দিয়ে অন্য পশু ক্রয় করে কুরবানী করে তাহলে দ্বিতীয় পশুটির গোস্ত থাওয়া যাবে কি না?
উত্তর
بسم الله الرحمن الرحيم
আল্লাহর নাম ইচ্ছেকৃত ছেড়ে দিলে উক্ত কুরবানী বিশুদ্ধ হবে না। এর গোস্ত খাওয়া জায়েজ হবে না।
তবে এর সমমূল্য দিয়ে আরেকটি কুরবানী দিলে সেটির গোস্ত খাওয়া জায়েজ হবে।
وَلَا تَأْكُلُوا مِمَّا لَمْ يُذْكَرِ اسْمُ اللَّهِ عَلَيْهِ وَإِنَّهُ لَفِسْقٌ ۗ وَإِنَّ الشَّيَاطِينَ لَيُوحُونَ إِلَىٰ أَوْلِيَائِهِمْ لِيُجَادِلُوكُمْ ۖ وَإِنْ أَطَعْتُمُوهُمْ إِنَّكُمْ لَمُشْرِكُونَ [٦:١٢١
যেসব জন্তুর উপর আল্লাহর নাম উচ্চারিত হয় নি, সেগুলো থেকে ভক্ষণ করো না; এ ভক্ষণ করা গোনাহ। নিশ্চয় শয়তানরা তাদের বন্ধুদেরকে প্রত্যাদেশ করে-যেন তারা তোমাদের সাথে তর্ক করে। যদি তোমরা তাদের আনুগত্য কর, তোমরাও মুশরেক হয়ে যাবে। {সুরা আনআম-১২১}
وان ترك الذابح التسمية عمدا فالذبيحة ميتة لا توكل وان تركها ناسيا اكل (هداية آخرين-419
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।
মুহাদ্দিস-জামিয়া উবাদা ইবনুল জাররাহ, ভাটারা ঢাকা।
ইমেইল– [email protected]