প্রচ্ছদ / কুরবানী/জবেহ/আকীকা / আকীকার গোস্ত কি কুরবানীর গোস্তের হুকুমের মতই?

আকীকার গোস্ত কি কুরবানীর গোস্তের হুকুমের মতই?

প্রশ্ন

প্রশ্নকারী- মুহাম্মদ হাফিজুর রহমান

বিষয়ঃ আকিকা।

আসসালামু আলাইকুম।

আকিকার গোস্তের হুকুম সম্পর্কে জানালে উপকৃত হতাম। আকিকার গোস্তের হুকুম কুরবানীর গোস্তের মতই কি না?

উত্তর

وعليكم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم

কুরবানীর গোস্তের যে হুকুম, আকীকার গোস্তেরও একই হুকুম।

قال الموفق فى المغنى: وسبيلها فى الاكل والهدية والصدقة سبيل الاضحية (اعلاء السنن -17/127)

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।

ইমেইল[email protected]

0Shares

আরও জানুন

ইমামের সামনের সুতরা কি মাসবূক মুসল্লিদের জন্য যথেষ্ট?

প্রশ্ন ইমামের সুতরা মুসল্লিদের জন্য যথেষ্ট কি না? এবং ইমামের সুতরা মসবুক ব্যাক্তির জন্য যথেষ্ট …