প্রচ্ছদ / অপরাধ ও গোনাহ / ধর্ষিতা কি গোনাহগার হয়?

ধর্ষিতা কি গোনাহগার হয়?

প্রশ্ন

আসসালামু আলাইকুম ।

আমার পরিচিত একজনকে তার প্রতিবেশী এক লোক তাকে ধর্ষণ করে । তখন তার বয়স ছিল ১৩ বছর । এতে তার কি কোন গুনাহ্ হবে ?

দয়া করে উত্তরটি দিবেন ।

উত্তর

وعليكم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم

অবশ্যই এতে ধর্ষণকারী মারাত্মক গোনাহগার হয়েছে। তওবা না করলে হাশরের ময়দানে ভয়াবহ শাস্তির মুখোমুখি হতে হবে। তবে ধর্ষিত নিরূপায় হলে তার কোন গোনাহ হবে না।

الزَّانِيَةُ وَالزَّانِي فَاجْلِدُوا كُلَّ وَاحِدٍ مِنْهُمَا مِئَةَ جَلْدَةٍ وَلَا تَأْخُذْكُمْ بِهِمَا رَأْفَةٌ فِي دِينِ اللَّهِ إِنْ كُنْتُمْ تُؤْمِنُونَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآَخِرِ وَلْيَشْهَدْ عَذَابَهُمَا طَائِفَةٌ مِنَ الْمُؤْمِنِينَ (2

অনুবাদ- ব্যভিচারিণী ও ব্যভিচারী তাদের প্রত্যেককে একশতটি বেত্রাঘাত করবে। আর যেন তাদের প্রতি দয়াশীলতা আল্লাহর বিধান পালনে তোমাদেরকে প্রভাবিত না করে। যদি তোমরা আল্লাহর প্রতি ও আখেরাতের প্রতি ঈমান রাখ। আর তাদের শাস্তির সময় মু’মিনদের একটি দল যেন উপস্থিত থাকে। {সূরা নূর-২}

وَاللَّاتِي يَأْتِينَ الْفَاحِشَةَ مِنْ نِسَائِكُمْ فَاسْتَشْهِدُوا عَلَيْهِنَّ أَرْبَعَةً مِنْكُمْ فَإِنْ شَهِدُوا فَأَمْسِكُوهُنَّ فِي الْبُيُوتِ حَتَّى يَتَوَفَّاهُنَّ الْمَوْتُ أَوْ يَجْعَلَ اللَّهُ لَهُنَّ سَبِيلًا (15

وَاللَّذَانِ يَأْتِيَانِهَا مِنْكُمْ فَآَذُوهُمَا فَإِنْ تَابَا وَأَصْلَحَا فَأَعْرِضُوا عَنْهُمَا إِنَّ اللَّهَ كَانَ تَوَّابًا رَحِيمًا (16

তোমাদের স্ত্রীদের মধ্যে যারা যিনা করে তোমরা তাদের বিরুদ্ধে তোমাদের চারজন সাক্ষী উপস্থিত কর। যদি তারা সাক্ষ্য দেয় তবে স্ত্রীদেরকে ঘরে আবদ্ধ কর রাখ। যে পর্যন্ত না মওত তাদের জীবন শেষ করে দেয়। কিংবা আল্লাহ তাআলা তাদের জন্য কোন পথ করে দেন। তোমাদের মধ্যে য দু’জন এতে লিপ্ত হবে, যন্ত্রণা দেবে তাদের উভয়কে। এর পরে তারা তওবা করে এবং সংশোধিত হয়, তবে তাদের থেকে বিরত থাকবে। নিশ্চয় আল্লাহতাআলা ক্ষমাশীল। {সূরা নিসা-১৫-১৬}

فَمَنِ اضْطُرَّ غَيْرَ بَاغٍ وَلَا عَادٍ فَلَا إِثْمَ عَلَيْهِ ۚ إِنَّ اللَّهَ غَفُورٌ رَّحِيمٌ [٢:١٧٣

অবশ্য যে লোক অনন্যোপায় হয়ে পড়ে এবং নাফরমানী ও সীমালঙ্ঘনকারী না হয়, তার জন্য কোন পাপ নেই। নিঃসন্দেহে আল্লাহ মহান ক্ষমাশীল, অত্যন্ত দয়ালু। {সূরা বাকারা-১৭৩}

والله اعلم بالصواب

উত্তর লিখনে

লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

ইমেইল- [email protected]

[email protected]

0Shares

আরও জানুন

ইমামের সামনের সুতরা কি মাসবূক মুসল্লিদের জন্য যথেষ্ট?

প্রশ্ন ইমামের সুতরা মুসল্লিদের জন্য যথেষ্ট কি না? এবং ইমামের সুতরা মসবুক ব্যাক্তির জন্য যথেষ্ট …

No comments

  1. আবু সাইদ ইবন মুখতার

    আলহামদুলিল্লাহ্‌!
    এধরনের কোয়েশ্চেন প্রায়ই মনে আসতো! আজ আপনাদের সাইট ঘাটাঘাটি করতে গিয়ে পেয়ে গেলাম।
    -জাযাকআল্লাহু খাইর 🙂