প্রশ্ন
আসসালামু আলাইকুম মুহতারাম
আমি সম্প্রতি একজনের কাছ থেমে প্রশ্ন পেলাম যে দাড়িয়ে খাদ্য এবং পানি খাবার একটি হাদিস আছে বুখারি শরিফে এবং সে নাকি এটি আমল করা শুরু করে দিয়েছে … প্রশ্ন টা আমা মনেও এসেছে এবং আমি জানি এক হাদিস দ্বারা অন্য হাদিস এর হুকুম হ্রদ হয়ে যায় বা নিশ্চয়ই কোন মূলনীতি আছে যার দ্বারা এমন হয়, কারণ আমি এমন কোন আলেম পেলাম না যাকে আমি কোন দিন দাড়িয়ে পানি খেতে দেখেছি …
দয়া করে বিশদ ভাবে ব্যাপারটা লিখবেন কিভাবে কেন এক হাদিস দ্বারা অন্য হাদিস এর হুকুম রহিত হয়ে যায় এবং দাড়িয়ে বা বসে পানি খাবার ব্যাপারটার আমলের সিলসিলার সূত্র গুলো …
আল্লাহপাক আপনার সকল নেক উদ্দেশ্য পুরা করে দিন এবং আপনার নেক প্রোপাগান্ডায় এই অধম ও যাতে শরিক থাকতে পারে সেই তৌফিক যেন আল্লাহপাক আমাকে দান করেন — আমিন
উত্তর
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
কয়েকটি হাদীস দেখে নেই।
عَنْ أَبِي هُرَيْرَةَ، ” أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، نَهَى أَنْ يَشْرَبَ الرَّجُلُ قَائِمًا،
হযরত আবূ হুরায়রা রাঃ থেকে বর্ণিত। নিশ্চয় রাসূল সাঃ লোকদের দাঁড়িয়ে পান করতে নিষেধ করেছেন। [মুসনাদে আহমাদ, হাদীস নং-৮৩৩৫]
عَنْ أَنَسٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، «أَنَّهُ نَهَى أَنْ يَشْرَبَ الرَّجُلُ قَائِمًا»، قَالَ قَتَادَةُ: فَقُلْنَا فَالْأَكْلُ، فَقَالَ: «ذَاكَ أَشَرُّ أَوْ أَخْبَثُ
হযরত আনাস রাঃ থেকে বর্ণিত। নিশ্চয় রাসূল সাঃ লোকদের দাঁড়িয়ে পান করতে নিষেধ করেছেন।
কাতাদা বললেন, আমরা বললাম, তাহলে খানা? তিনি জবাবে বললেন-[দাঁড়িয়ে খানা খাওয়াতো] আরো জঘন্য ও খারাপ। [সহীহ মুসলিম, হাদীস নং-২০২৪]
عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، «أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ زَجَرَ عَنِ الشُّرْبِ قَائِمًا
হযরত আবূ সাঈদ খুদরী রাঃ থেকে বর্ণিত। নিশ্চয় রাসূল সাঃ দাঁড়িয়ে পানকারীকে তিরস্কার করেছেন। [সহীহ মুসলিম, হাদীস নং-২০২৫]
এরকম আরো অসংখ্য বিশুদ্ধ হাদীস রয়েছে, যাতে পরিস্কার যে, রাসূল সাঃ দাঁড়িয়ে পানাহার করতে নিষেধ করেছেন।
তবে আরো কিছু বিশুদ্ধ হাদীসে রাসূল সাঃ থেকে দাড়িয়ে পান করার প্রমাণ পাওয়া যায়। এসবের জবাব কী হবে?
জবাব নং-১
দাড়িয়ে পান করার বিধান রহিত হয়ে গেছে।
জবাব নং-২
উজরের কারণে দাঁড়িয়ে পান করা জায়েজ যা দাড়িয়ে পান করা সম্বলিত হাদীস প্রমাণ বহন করে।
কিন্তু উত্তম নয়। তা নিষেধাজ্ঞার হাদীস দ্বারা পরিস্কার। [আউনুত তিরমিজী-১/১৫০-১৫১, যাদুল মাআদ-১/১৪৯-১৫০]
তবে বসার সুযোগ থাকা সত্বেও, বসাতে কোন কষ্ট না হলে, দাড়িয়ে পান করা মাকরূহ হবে। [তাকমিলাতু ফাতহুল মুলহিম- খন্ড-৪, মাআরেফুল হাদীস, খন্ড ৬]
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।
ইমেইল- [email protected]