প্রশ্ন:
নামঃ এস এ শাহিন
দেশঃ বাংলাদেশ
” আমার সাহাবীগন নক্ষত্র তুল্য,তোমরা তাদের যারি অনুসরন করবে হেদায়েত
পাবে” হাদিসটি কি সহিহ ? অনেক লা মাজহাবি ভাইকে বলতে শুনা যায় হাদিসটি
নাকি দুর্বল।
আবার অনেক ওলামায়ে কেরাম বলেন হাদিসটির পক্ষে নাকি অনেক সহিহ হাদিস আছে।
এসম্পর্কে বিস্তারিত জানালে কৃতজ্ঞ থাকব।
জবাব:
بسم الله الرحمن الرحيم
عن بن عمر أن رسول الله صلى الله عليه و سلم قال : مثل أصحابي مثل النجوم يهتدي به فأيهم أخذتم بقوله اهتديتم
হযরত আব্দুল্লাহ বিন ওমর রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেন-আমার সাহাবাগণ এমন তারকাতুল্য, যা পথ প্রদর্শন করে, সুতরাং তোমরা যার বক্তব্যকেই গ্রহণ কর তোমরা হেদায়েত পেয়ে যাবে। {মুসনাদে আব্দ বিন হুমাইদ, হাদীস নং-৭৮৩, মুসনাদুশ শিহাব, হাদীস নং-১৩৪৬, জামেউল আহাদীস, হাদীস নং-২৪৩৫৫}
এ হাদীসটি আরো যারা স্বীয় কিতাবে এনেছেন
ইমাম বায়হাকী-আল মাদখাল
আবু নসর আস সাজযী-আল ইবানাহ
হাদীসটির ক্ষেত্রে মুহাদ্দিসীনদের বক্তব্য
১-মুহাম্মদ বিন আহমাদ বিন সালেম আস সাফারিনী রহঃ বলেন-এর অনেক শাওয়াহেদ রয়েছে যা বর্ণনাটিকে শক্তিশালী করেছে। {শরহু কিতাবিস শিহাব-৫৮২}
২-ইবনে হাজার আসকালানী রহঃ বলেন-এ হাদীসের অনেক শাওয়াহেদ রয়েছে। {আল আমালিউল মুতলাকা-৬০}
৩-ইমাম বায়হাকী রহঃ বলেন-এর সনদটি শক্তিশালী নয়। {আল ই’তিকাদ-৩৭১}
৪-আল্লামা বুসিরী রহঃ বলেন-এর সনদ দুর্বল। {ইতখাফুল খাইরাহ-৭/৩৩৬}
এ হাদীসটির ব্যাপারে মুহাদ্দিসীনদের বিস্তর কালাম রয়েছে। অনেক মুহাদ্দিসীনে কেরাম এটাকে সহীহ নয়, জাল, মুনকার, গরীব, বাতিল ইত্যাদি শব্দে মন্তব্য করেছেন।
আবার কেউ কেউ এটার আরো শাওয়াহেদ আছে বলে দলিলযোগ্য বলেও মন্তব্য করেছেন। যেমন উপরে কয়েকজন মুহাদ্দিসীনের মন্তব্য উল্লেখ করা হয়েছে।
যেহেতু মুহাদ্দিসীনদের মাঝে হাদীসটি নিয়ে মতভেদ হয়ে গেছে। তাই এটাকে হুট করে জাল বলে আখ্যায়িত করা উচিত হবে না।
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।
উস্তাজুল ইফতা-জামিয়া ফারুকিয়া দক্ষিণ বনশ্রী ঢাকা।
ইমেইল– [email protected]