প্রশ্ন
আপনাদের ওয়েব সাইড ahlehaqmedia.com অনেক প্রশ্ন ও উত্তর দেখলাম। আমিও ইন্টারনেটের মাধ্যমে প্রশ্ন করতে চাই। কিভাবে করব???
উত্তর
بسم الله الرحمن الرحيم
আমাদের সাইটে প্রশ্ন করার পদ্ধতি দু’টি। যথা-
১
ওয়েব সাইটের প্রথম পেইজের উপরে টাইটেল বারে দেখুন ১০টি টাইটেলের মাঝে দ্বিতীয় টাইটেল “প্রশ্ন করুন”। টাইটের বারের উক্ত “প্রশ্ন করুন” লেখার উপর ক্লিক করুন।
তখন সেখানে প্রশ্ন করার অপশন আসবে। নিচের স্ক্রীণ শর্টের মত একটি পেই আসবে।
নামের স্থানে নাম টাইপ করুন।
মোবাইল অথবা মেইলের স্থানে তা লিখুন।
বিষয়ের স্থানে বিষয় লিখুন।
তারপর প্রশ্ন লেখার নিচে প্রশ্নটি লিখে “প্রেরণ করুন” লেখার উপর ক্লিক করলেই লেখাটি আমাদের কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ।
২
সরাসরি মেইল করে প্রশ্ন করতে পারেন। মেইল এড্রেস হল- [email protected]
এ দুই পদ্ধতিতে আমাদের কাছে প্রশ্ন পাঠাতে পারেন।
প্রশ্নকারীদের প্রতি জরুরী জ্ঞাতব্য!
১
প্রশ্ন করার আগে দয়া করে আপনার কাংখিত বিষয়টি আগেই প্রকাশিত হয়েছে কি না? তা সাই্টের “সার্চ বক্স” এ কাছাকাছি শব্দ লিখে সার্চ করে দেখে নিন।
কিংবা “সূচিপত্র” ক্যাটাগরি থেকে আপনার কাংখিত বিষয়ের প্রশ্ন আগেই প্রকাশিত হয়েছে কি না? তা দেখে নিন।
তাহলে অনেক বিষয়ে প্রশ্ন করার কষ্ট থেকে বেঁচে যাবেন আশা করি।
২
প্রশ্ন করার পর দয়া করে উত্তর পাবার জন্য তাড়াহুরা করবেন না।
আমাদের লোকবল খুবই কম। সেই সাথে প্রয়োজনীয় কিতাবের সরবরাহও বলতে গেলে শূণ্যের কোঠায়। তাই প্রশ্নের উত্তর লিখতে আমাদের বেশ সময় লাগে।
তাছাড়া এখনো আমাদের কাছে এক হাজারের উপরে মেইল জমা আছে। যার উত্তর এখনো দেয়া হয়নি। আমরা সিরিয়াল অনুপাতে উত্তর দিতে চেষ্টা করি।
তাই আপনার প্রশ্নটির যখন সিরিয়াল আসবে, তখন সেটির উত্তর আমরা অবশ্যই প্রদান করবো ইনশাআল্লাহ।
না জানলে তাও আমরা দ্বিধাহীন চিত্তে জানিয়ে দিব নিজের অপারগতা।
৩
তবে বিশেষ সময়ে বিশেষ প্রশ্নের উত্তর দ্রুত প্রদান করে হয়ে থাকে। যেমন এখন রমজান মাস চলছে, তাই রমজান, রোযা, তারাবী, যাকাত ও ফিতরা বিষয়ক প্রশ্নগুলোর উত্তর অগ্রাধিকারের ভিত্তিতে প্রদান করা হচ্ছে।
রমজান শেষে তা আর করা হবে না। বরং সিরিয়াল অনুপাতে যেটি আগে আসেছে, সেটির উত্তর আগে প্রদান করা হবে ইনশাআল্লাহ।
৪
একটি মেইলে দয়া করে একাধিক বিষয়ের প্রশ্ন করবেন না। এক মেইলে শুধু একই বিষয়ের প্রশ্ন করুন। সবচে’ ভাল হয়, এক মেইলে শুধু একটি প্রশ্ন করুন। এক মেইলে একাধিক প্রশ্ন করবেন না।
৫
নাম, ঠিকানা প্রকাশ না করতে চাইলে, দয়া করে তা প্রশ্নের সাথেই লিখে দিন।
৬
ইমার্জেন্সি কোন প্রশ্নের উত্তর জানতে হলে
সরাসরি জানতে কল করুনঃ
০১৭২৩ ৭৮৫ ৯২৫
মুফতি লুৎফুর রহমান ফরায়েজী
[ বাংলাদেশ সময় বিকাল ২টা থেকে ৫টা পর্যন্ত]
এছাড়া অন্য সময় কল না করার অনুরোধ থাকবে। তবে খুব বেশি জরুরুত হলে করা যেতে পারে।
মৌখিক প্রশ্নোত্তরে জরুরী জ্ঞাতব্য বিষয়ঃ
১. প্রশ্ন করার পূর্বেই প্রশ্নটি গুছিয়ে ঠিক করে রাখুন।
২. সংক্ষেপে মূল বক্তব্যটি উপস্থাপন করুন।
৩. অযথা ও অপ্রয়োজনীয় প্রশ্ন করবেন না।
৪. প্রশ্ন করার পূর্বেই নিজের নাম ও ঠিকানা সংক্ষেপে বলে নিন।
৫. উত্তর পেতে তাড়াহুড়া করবেন না। প্রয়োজন হলে দ্বিতীয়বার কল করে উত্তর জেনে নিন।
৬. বাংলাদেশ সময় রাত ১১টার পর থেকে সকাল ১০ টা পর্যন্ত প্রশ্ন করতে কল করবেন না।
আরজগুজার
কর্তৃপক্ষ
তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
আহলে হক মিডিয়া বাংলাদেশ।