প্রচ্ছদ / দুআ-দরূদ ও অজীফা / সেহরী ইফতার ও তারাবীর মাঝের দুআ কী কী?

সেহরী ইফতার ও তারাবীর মাঝের দুআ কী কী?

প্রশ্ন

Assalamualaikum,

kamon accen ?

1) Ifterer sorute & seshe dowa ki ki…?

2) taravir 4 rakat por bose & taravi seshe  ki dowa porbo..?

3) sehrir niyot kibave korbo.. sehrir kono dowa acce ki..?

(joto tara tari para jai ans. dele amole ante partam..)***

JAZZAK ALLAH KHAIYR..

উত্তর

وعليكم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم

১ম প্রশ্নের জবাব

ইফতারীর শুরুতে পড়ুন!

يَا وَاسِعَ الْمَغْفِرَةِ اغْفِرْ لِي

বাংলা উচ্চারণঃ ইয়া ওয়াসিআল মাগফিরাহ! ইগফিরলী…। {শুয়াবুল ঈমান লিলবায়হাকী, হাদীস নং-৩৬২০]

তারপর পড়বে

اللَّهُمَّ لَكَ صُمْتُ، وَعَلَى رِزْقِكَ أَفْطَرْتُ

বাংলা উচ্চারণঃ আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিযক্বিকা আফতারতু। {সুনানে আবু দাউদ, হাদীস নং-২৩৫৮, মুজামুল আওসাত, হাদীস নং-৭৫৪৯]

ইফতার শেষে পড়ুন-

ذَهَبَ الظَّمَأُ وَابْتَلَّتِ الْعُرُوقُ، وَثَبَتَ الْأَجْرُ إِنْ شَاءَ اللَّهُ

জাযাহাবাজ জামাউ ওয়াবতাল্লাতিল উরু..ক্বু, ওয়াছাবাতাল আজরু ইং..শাআল্লাহু। [আবু দাউদ, হাদীস নং-২৩৫৭]

২য় প্রশ্নের জবাব

যেকোন দুআ দরূদ পড়বে। নির্দিষ্ট কোন দুআ বা দরূদ নেই।

يجلس ندبا بين كل اربعة بقدرها وكذابين الخامسة والوتر ويخيرون بين تسبيح وقراءة وسكوتوصلاة فرادى، واهل مكة يطوفون واهل المدينة يصلون اربعا، (الدر المختارمع رد المحتار-2/496)

৩য় প্রশ্নের জবাব

সেহরীর নির্দিষ্ট কোন নিয়ত। অন্যান্য ইবাদত আদায়ের জন্য যেমন নিয়ত করা শর্ত। তেমনি রোযার জন্যও নিয়ত করা শর্ত। তবে এটি নির্দিষ্ট কোন শব্দের দ্বারা নয়। মনে মনে এ নিয়ত থাকলেই হবে যে, আমি রমজানের ফরজ রোযা রাখার উদ্দেশ্যে সেহরী খাচ্ছি। উক্ত বিষয়টি মনে মনে থাকলেই হবে। মুখে কোন কিছু বলা জরুরী নয়।

আর সেহরীর জন্য বিশেষ কোন দুআর কথাও পাওয়া যায় না। তবে যেহেতু এটি শেষ রাত্র। আর শেষ রাত্রে দুআ করার সময়। তা’ই যেকোন দুআ করা যাবে।

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : ( يَنْزِلُ رَبُّنَا تَبَارَكَ وَتَعَالَى كُلَّ لَيْلَةٍ إِلَى السَّمَاءِ الدُّنْيَا حِينَ يَبْقَى ثُلُثُ اللَّيْلِ الآخِرُ يَقُولُ : مَنْ يَدْعُونِي فَأَسْتَجِيبَ لَهُ ، مَنْ يَسْأَلُنِي فَأُعْطِيَهُ ، مَنْ يَسْتَغْفِرُنِي فَأَغْفِرَ لَهُ ) . رواه البخاري ( 1094 ) ومسلم ( 758 )

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।

ইমেইল- [email protected]

0Shares

আরও জানুন

ইমামের সামনের সুতরা কি মাসবূক মুসল্লিদের জন্য যথেষ্ট?

প্রশ্ন ইমামের সুতরা মুসল্লিদের জন্য যথেষ্ট কি না? এবং ইমামের সুতরা মসবুক ব্যাক্তির জন্য যথেষ্ট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *