প্রচ্ছদ / ওয়াকফ/মসজিদ/ঈদগাহ / ঈদগাহের মাঠে খেলাধুলা ও সামাজিক অনুষ্ঠান করার বিধান কী?

ঈদগাহের মাঠে খেলাধুলা ও সামাজিক অনুষ্ঠান করার বিধান কী?

জিজ্ঞাসা :

ঈদগাহের জন্য ওয়াকফকৃত জমিতে খেলাধুলা করা বা সামাজিক কোনো আচার-অনুষ্ঠান কায়েম করা ইসলামী শরীয়তের দৃষ্টিতে কতটুকু সংগতিপূর্ণ?

সমাধান :

ঈদগাহের জন্য ওয়াকফকৃত জমিতে দুই ঈদের নামায ও দ্বীনি কাজকর্ম ব্যতীত অন্য কোনো কাজ

যেমন খেলাধুলা, সামাজিক আচার-অনুষ্ঠান আয়োজন করা জায়েয নেই। সুতরাং ঈদগাহকে খেলাধুলা এবং সামাজিক কর্মকা- থেকে মুক্ত রাখা আবশ্যক। (রাদ্দুল মুহতার ১/৩৫৭, আল বাহরুর রায়েক ৫ /৪১৭ , ফাতাওয়ায়ে দারুল উলূম দেওবন্দ ৪/১২২)

والله اعلم بالصواب
উত্তর লিখনে

ফাতওয়া বিভাগ- ইসলামিক রিসার্চ সেন্টার বসুন্ধরা ঢাকা।

0Shares

আরও জানুন

ইমামের সামনের সুতরা কি মাসবূক মুসল্লিদের জন্য যথেষ্ট?

প্রশ্ন ইমামের সুতরা মুসল্লিদের জন্য যথেষ্ট কি না? এবং ইমামের সুতরা মসবুক ব্যাক্তির জন্য যথেষ্ট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *