প্রচ্ছদ / ওয়াকফ/মসজিদ/ঈদগাহ / যাকাতের টাকা মসজিদে পানির পাম্প স্থাপনে ব্যবহার করা যাবে কি?

যাকাতের টাকা মসজিদে পানির পাম্প স্থাপনে ব্যবহার করা যাবে কি?

প্রশ্ন

মসজিদে পানির পাম্পের জন্য যাকাত দেয়া যাবে?

উত্তর

بسم الله الرحمن الرحيم

ইসলামী শরীয়তে যাকাতের খাত সুনির্দিষ্ট। উক্ত খাত ছাড়া অন্য কোন খাতে যাকাতের অর্থ ব্যবহার করা জায়েজ নয়। অন্য খাতে ব্যবহার করলে যাকাত আদায় হবে না।

মসজিদের প্রয়োজনে যাকাতের টাকা ব্যবহার কিছুতেই বৈধ নয়।

ولا يبنى بها مسجدا ولا يكفن بها ميت لإنعدام التمليك هو الركن، (الهداية-1/205

فى رد المحتار- ويشترط أن يكون الصرف ( تمليكا ) لا إباحة كما مر -كتاب الزكاة -باب المصرف أي مصرف الزكاة والعشر-3/291

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।

ইমেইল- [email protected]

0Shares

আরও জানুন

ইমামের সামনের সুতরা কি মাসবূক মুসল্লিদের জন্য যথেষ্ট?

প্রশ্ন ইমামের সুতরা মুসল্লিদের জন্য যথেষ্ট কি না? এবং ইমামের সুতরা মসবুক ব্যাক্তির জন্য যথেষ্ট …