প্রশ্ন
From: আঃ জাহের
বিষয়ঃ পৈতৃক সম্পত্তি হতে পাওনা এক ভাই মারা গেলে তার যদি কোন ওয়ারীশ না থাকে, আপন দুই ভাইয়ের মধ্যে এক ভাই জিবিত ও এক ভাইয়ের ছেলে মেয়ে আছে তাদের মাঝে কিভাবে বন্টন হবে?
মৃত ব্যক্তির কোন স্ত্রী, সন্তান নেই। তারা ছিলেন তিন ভাই এক বোন এবং এক সৎ ভাই। এর মধ্যে এক ভাই ব্যতিত সবাই মারা গেছেন।। তাদের ছেলে মেয়ে আছে। এখন এইসম্পত্তি কে কত টুকু পাবেন?
উত্তর
بسم الله الرحمن الرحيم
আপনার উপরের প্রথম কথার মর্ম হল, এক ভাই মারা গেছে, জীবিত আছে এক আপন ভাই। আরেক ভাই আগেই মারা গেছে। আর আগে মারা যাওয়া ভাইটির ছেলে মেয়ে আছে, এখন সম্পদ কিভাবে বন্টিত হবে বর্তমানে মারা যাওয়া ভাইয়ের? এইতো প্রশ্ন?
এর জবাব হল, এক্ষেত্রে যে ভাই মারা গেছেন এখন তার সমস্ত সম্পদ জীবিত আপন ভাই পাবেন। আগে মারা যাওয়া ভাইয়ের সন্তানরা কিছুই পাবে না। কারণ নিকটস্থ আত্মীয় থাকা অবস্থায় দূরবর্তী আত্মীয় কিছু পায় না। আর এখানে আপন ভাই নিকটস্থ আপন ভাইয়ের সন্তানের তুলনায়। তাই আপন জীবিত ভাই সকল সম্পদ পাবে, ভাতিজা ভাতিজী কিছুই পাবে না।
والقربى من اى جهة كانت تحجب البعدى من اى جهة كانت (السراجى فى الميراث-30)
اما العصبة بنفسه، فكل ذكر لا تدخل فى نسبته الى الميت انثى وهم اربعة اصناف: جزء الميت، وأصله، وجزء أبيه، وجزء جده، الأقرب فالأقرب، يرجحون بقرب الدرجة، (السراجى فى الميراث-32)
কিন্তু আপনার দ্বিতীয় প্রশ্নটি অষ্পষ্ট। কোন ভাইয়ের সম্পদ বন্টন বিষয়ে প্রশ্ন করেছেন তা স্পষ্ট নয়। এক ভাই ব্যতিত সবাই মারা গেলে কোন ভাইয়ের সম্পদ বন্টন নিয়ে আপনার প্রশ্ন? এ বিষয়ে পরিস্কারভাবে না লিখলে জবাব দেয়া যাবে না। এ প্রশ্নের জবাব পেতে হলে আপনাকে পরিস্কার করতে হবে, কার সম্পদ বিষয়ে আপনার প্রশ্ন? যার সম্পদ বন্টন বিষয়ে প্রশ্ন তিনি মারা যাবার সময় কে কে জীবিত আছে? এ দু’টি বিষয় পরিস্কার করা ছাড়া আপনার দ্বিতীয় প্রশ্নের জবাব দেয়া সম্ভব নয়।
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।
ইমেইল- [email protected]