প্রচ্ছদ / কুরবানী/জবেহ/আকীকা / কুকুরের কামড়ে আহত মুরগী খাওয়ার হুকুম কী?

কুকুরের কামড়ে আহত মুরগী খাওয়ার হুকুম কী?

প্রশ্ন

নামঃ মোঃরাকিবুল ইসলাম
জেলাঃ ঝিনাইদহ
শ্রর্ধেয় মুফতি সাহেব কেমন আছেন?

যদি কোন মুরগি শেয়ালে ধরে এবং এই মুরগিটি যদি শেয়ালের মুখ থেকে ছুটে আসে তখন মুরগি টা জবেহ না করলে মুরগিটা মরা যাবে। এমতবস্তায় মুরগিটা  কী খাওয়া জাযেজ হবে?

উত্তর

بسم الله الرحمن الرحيم

হ্যাঁ, যদি মুরগিটা মারা যাবার আগেই সেটিকে বিসমিল্লাহ বলে জবাই করা হয়, তাহলে খাওয়া যাবে। যদি জবাই করার পূর্বেই মারা যায়, তাহলে খাওয়া যাবে না।

ان سبعا لو اخذ قطعه من لحم البهيمة فاكلها فذكاها صاحبها ان ذالك جائز مباح الاكل الخ (احكام القرآن للجصاص-2/305 سورة مائدة تحت قوله تعالى حرمت عليكم الميتة الدم الآية-3، تفسير مظهرى-3/21، روح البيان-2/341

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
ইমেইল- [email protected]

0Shares

আরও জানুন

ইমামের সামনের সুতরা কি মাসবূক মুসল্লিদের জন্য যথেষ্ট?

প্রশ্ন ইমামের সুতরা মুসল্লিদের জন্য যথেষ্ট কি না? এবং ইমামের সুতরা মসবুক ব্যাক্তির জন্য যথেষ্ট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *