প্রশ্নঃ
আসসালামু আলাইকুম।
একজন মুরুব্বি বললেন মসজিদে সামান্য চুল ফেলাও একটা মৃত ছাগল/গাধা ফেলে রাখার সমতুল্য। এটা কি হাদিস???
জানাবেন। জাযাকাল্লাহ খায়রান।
প্রশ্নকর্তা-সাবেত বিন মুক্তার
দেশঃ বাংলাদেশ
উত্তর:
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
মসজিদের ইজ্জত ও হুরমত রক্ষা করা সকলের কর্তব্য। এই ইজ্জত ও হুরমত যে সকল উপায়ে রক্ষা হয় তন্মধ্যে একটি হল মসজদিকে নাপাকী ও আবজর্নামুক্ত রাখা। হযরত আনাস রা.থেকে বর্ণিত এক হাদীসে রাসূল সাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন-
إن هذه المساجد لا تصلح لشيء من هذا البول ولا القذر إنما هي لذكر الله وقراءة القرآن أو كما قال رسول الله صلى الله عليه وسلم
অর্থাৎ মসজিদ প্রসাব,নাপাকী ও আবর্জনার উপযুক্ত নয়। বরং মসজিদ হল আল্লাহ তাআলার যিকির ও কুরআন তেলাওয়াতের জন্য। মুসলিম শরীফ হাদীস নং-২৮৫।
মসজিদের ভিতরে চুল ফেলা ও মসজিদকে আবর্জনা করার নামান্তর এবং মসজিদের হুরমত পরিপন্থী কাজ। যেহেতু মসজিদকে নোংরা করা জায়েজ নয়, তাই হয়তো উক্ত মুরুব্বী গুরুত্ব বুঝানোর জন্য উক্ত কথাটি বলেছেন। বাকি প্রশ্নে উল্লেখিত কথাটি হাদীস নয়।
والله اعلم بالصواب
উত্তর লিখনে
মাওলানা মুহসিনুদ্দীন খান
সহকারী গবেষক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
সত্যায়ন ও সংযোজন
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।