প্রশ্ন
সর্ব প্রথমে আল্লাহ তায়ালার দরবারে লাখো শুকরিয়া যে, তিনি আপনার মত একজন দিনের খাদেমকে অনলাইনে পাওয়ার সৌভাগ্য আমাকে দিয়েছেন । হুজুর আপনার কাছে আমার বিষয় হল,
মনে করুন কোনও যুবকের মাতা মারা যাওয়ায় তার পিতা আবার বিবাহ করেছ। বর্তমানে তার পিতা যাকে বিবাহ করেছে সেই মহিলার পূর্বের স্বামীর একটি কন্যা সন্তান আছে । তাহলে এই যুবক কি তার এই সৎ বোনকে বিবাহ করতে পারবে?
উত্তর
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
হ্যাঁ, উক্ত যুবকের জন্য তার পিতার নতুন বিয়ে করা স্ত্রীর পূর্বের ঘরের মেয়েকে বিবাহ করা জায়েজ আছে। শরয়ী কোন বাঁধা নেই।
ولا بأس بان يتزوج الرجل إمرأة ويتزوج ابنه امها او بنتها (مجمع الانهر، باب المحرمات—1/481، الفتاوى الهندية، كتاب النكاح، القسم الثانى المحرمات بالصهرية، فتحر القدير-3/218)
واما بنت زوجة ابيه وابنه فحلال، (الدر المختار، نعمانية-2/279، الهندية-1/277، فتح القدير-3/218
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।