প্রশ্ন
আসসালামু’আলাইকুম
দ্বীনের সার্থে আমাকে এক্টু সহযোগীতা করুন,মাখলুক থেকে কিছুই হয়না, আল্লাহর হুকুমে সবকিছু হয়, এই কথার কুর’আন হাদিস থেকে কিছু দলিল দরকার, দয়াকরে দিবেন।
উত্তর
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
এ বিষয়ের উপর অসংখ্য আয়াত ও হাদীসের উদ্ধৃতি পেশ করা যাবে।
তবে এক্ষেত্রে একটি বিষয় বুঝে রাখতে হবে। সেটি হল, অনেকের মনেই প্রশ্ন আসবে যে, তাহলে মন্দ কাজও কি আল্লাহ তাআলার হুকুমে হয়ে থাকে?
আসলে এ প্রশ্নটি অনেকেই করে থাকেন, আল্লাহর হুকুম ও ক্ষমতার অর্থ না বুঝার কারণে।
মূলত সকল কিছুর স্রষ্টা আল্লাহ তাআলা। আল্লাহ তাআলার হুকুম ছাড়া গাছের একটি পাতাও নড়তে পারবে না।
বাকি আল্লাহ তাআলা মানুষকে দুনিয়াতে স্বকর্মে ক্ষমতাবান করে দিয়েছেন। সে ইচ্ছে করলে ভাল করতে পারে, ইচ্ছে করলে খারাপ করতে পারে।
যেহেতু বান্দা তার কর্মের ক্ষেত্রে স্বাধীন। তাই তার ভাল কাজের উত্তম প্রতিদান রয়েছে। আর মন্দ কাজের শাস্তি রয়েছে।
বান্দা কোন কাজ করতে মনস্ত করে, সে কাজ করতে তার মেহনত ব্যয় করেন, আর আল্লাহ তাআলা বান্দার প্রচেষ্টাকৃত কাজটি করার ক্ষমতা দিয়ে দেন তার মনের ইচ্ছেমত।
এটাই হল আল্লাহর হুকুম ছাড়া কিছুই হয় না কথাটির অর্থ। অর্থাৎ আল্লাহ তাআলা বান্দার প্রতিটি কাজ করার ক্ষমতা প্রদান করে থাকেন। আল্লাহ তাআলা ক্ষমতা না দিলে কেউ কোন কাজ করতে পারতো না।
আর বান্দা নিজের ইচ্ছেমত খারাপ কাজের প্রতি উদ্ধুদ্ধ হয়ে, মন্দ কাজ করার কারণে সে আখেরাতে শাস্তি পাবে। ভাল করলে পুরস্কার পাবে।
وَاللَّهُ خَلَقَكُمْ وَمَا تَعْمَلُونَ [٣٧:٩٦]
অথচ আল্লাহ তোমাদেরকে এবং তোমরা যা নির্মাণ করছ সবাইকে সৃষ্টি করেছেন। [আসসাফফাত-৯৬]
لِلَّهِ الْأَمْرُ مِن قَبْلُ وَمِن بَعْدُ ۚ [٣٠:٤]
কয়েক বছরের মধ্যে। অগ্র-পশ্চাতের কাজ আল্লাহর হাতেই। [সূরা রূম-৪]
قُلْ إِنَّ الْأَمْرَ كُلَّهُ لِلَّهِ ۗ
তুমি বল, সবকিছুই আল্লাহর হাতে। [সূরা আলে ইমরান-১৫৪]
فَمَن يُرِدِ اللَّهُ أَن يَهْدِيَهُ يَشْرَحْ صَدْرَهُ لِلْإِسْلَامِ ۖ وَمَن يُرِدْ أَن يُضِلَّهُ يَجْعَلْ صَدْرَهُ ضَيِّقًا حَرَجًا كَأَنَّمَا يَصَّعَّدُ فِي السَّمَاءِ ۚ كَذَٰلِكَ يَجْعَلُ اللَّهُ الرِّجْسَ عَلَى الَّذِينَ لَا يُؤْمِنُونَ [٦:١٢٥]
অতঃপর আল্লাহ যাকে পথ-প্রদর্শন করতে চান, তার বক্ষকে ইসলামের জন্যে উম্মুক্ত করে দেন এবং যাকে বিপথগামী করতে চান, তার বক্ষকে সংকীর্ণ অত্যধিক সংকীর্ণ করে দেন-যেন সে সবেগে আকাশে আরোহণ করছে। এমনি ভাবে যারা বিশ্বাস স্থাপন করে না। আল্লাহ তাদের উপর আযাব বর্ষন করেন। [সূরা আনআম-১২৫]
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।