প্রশ্ন
আসসালামু আলাইকুম।
সম্মানিত মুফতি সাহেব,
আমাদের এক মহল্লার ইমাম সাহেব একটি ব্যক্তি মালিকানাধীন হাইস্কুলে শিক্ষকতা করেন সেখানে মহিলা শিক্ষিকা ও মেয়ে শিক্ষার্থী রয়েছে। উক্ত ইমামের পিছনে নামাজ পড়া জায়েজ হবে কি না? কোরআন ও হাদিসের আলোকে জানতে চাই।
অনুগ্রহ করে তাড়াতাড়ি জানালে উপকৃত হব।
ধন্যবাদান্তে,
ওমর ফারুক
আশুলিয়া, সাভার, ঢাকা।
উত্তর
وعليكم السلام ورحنة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
যদি উক্ত ইমাম মেয়েদের পড়ানোর সময় চোখের হিফাযত না করেন, প্রতিষ্ঠানে অবস্থানকালে মহিলা শিক্ষিকা থেকে নিজেকে দৃষ্টি অবনত না রাখেন, তাহলে উক্ত ইমাম ফাসিক। আর ফাসিকের পিছনে ইক্তিদা করা মাকরূহে তাহরীমী।
হ্যাঁ, তবে যদি উক্ত ইমাম প্রতিষ্ঠানে থাকাকালে নিজের দৃষ্টি হিফাযত করে থাকেন, তাহলে তার পিছনে নামায পড়া মাকরূহ হবে না।
امامة الفاسق مكروهة تحريما (طحطاوى على الراقى-244، فصل فى بيان الاحق بالامامة)
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
জাজাকাল্লাহু খাইর! আলহামদু লিল্লাহ।