প্রশ্ন
বাংলাদেশের ইসলামী ব্যাংক গুলো থেকে মুদারাবা কারবারের মাধ্যমে মুনাফা কতটুকু শরীয়ত সম্মত? এবং তা নিলে হালাল হবে কিনা?
উত্তর
بسم الله الرحمن الرحيم
পার্সেন্টিছ হিসেবে যতটুকু উভয় চুক্তিকারী সম্মত হয়, ততটুকু মুনাফা গ্রহণই জায়েজ আছে। এখানে কোন পরিমাণ নির্দিষ্ট নেই। বাকি মুনাফার পার্সেন্ট উভয় চুক্তিকারীর সম্মতিক্রমে হতে হবে।
নির্দিষ্ট পরিমাণ টাকা বা বস্তু নির্দিষ্ট করা বৈধ নয়।
যেমন টাকা প্রদানকারী এ কথা বলল যে, লাভের ৫০/৬০/৭০ পার্সেন্ট আমাকে দিতে হবে। এতে উভয় চুক্তিকারী সম্মত হল। তাহলে চুক্তিকৃতি মুনাফা অর্থেদাতা পাবে, আর বাকিটা পাবে মুদারিব।
কিন্তু যদি একথা বলতো যে, লভ্যাংশ থেকে ৫ হাজার টাকা আমাকে দিতে হবে। অর্থাৎ পার্সেন্টিছ নির্দিষ্ট না করে পরিমাণ নির্দিষ্ট করে, তাহলে উক্ত চুক্তি বৈধ হবে না।
কিন্তু বর্তমানে বাংলাদেশে প্রচলিত ইসলামী ব্যাংগুলো মুদারাবা চুক্তি করলেও সম্পূর্ণ হালাল পন্থায় ব্যবসা করে কি না? তা আমাদের কাছে পরিস্কার নয়। বরং অনেক ক্ষেত্রেই শরীয়ত গর্হিত কাজ করে বলেই আমাদের কাছে প্রমাণ রয়েছে। তা’ই ইসলামী ব্যাংকগুলোতে মুদারাবা চুক্তি না করাই উচিত।
قال صاحب الهداية: (وَمِنْ شَرْطِهَا أَنْ يَكُونَ الرِّبْحُ بَيْنَهُمَا مُشَاعًا لَا يَسْتَحِقُّ أَحَدُهُمَا دَرَاهِمَ مُسَمَّاةً) مِنْ الرِّبْحِ لِأَنَّ شَرْطَ ذَلِكَ يَقْطَعُ الشَّرِكَةَ بَيْنَهُمَا وَلَا بُدَّ مِنْهَا كَمَا فِي عَقْدِ الشَّرِكَةِ.(الهداية-3/226)
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।