প্রশ্ন
আসসালামুয়ালাইকুম।
আমি রায়হান, সিলেট থেকে।
আমার একটা প্রশ্ন ছিল।
বিয়ে হবার পর স্বামী-স্ত্রী জানতে পারল তারা পরস্পর আপন ভাই-বোন তখন এর মাস’আলা কি হবে? এবং সন্তান থাকলে এর কি ফায়সালা হবে?
পুনশ্চঃ ভাই-বোনের মধ্যে যে কোন এক জন
ছোটবেলায় হারিয়ে গিয়েছিল।
উত্তর
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
ইন্নালিল্লাহ। এমন কোন ঘটনা ঘটলে জানার সাথে সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে হবে।
যদি পরবর্তীতে স্বামী স্ত্রী হিসেবে একত্রিত হবার সম্ভাবনা থাকে, তাহলে এক বাড়িতে থাকাও জায়েজ হবে না।
আর সন্তানতো তাদেরই হবে। যেহেতু তাদের ঔরসেই জন্ম নিয়েছে। বাকি এসব কথা সন্তানদের কাছে প্রকাশ না করতে পারলেই উত্তম হবে।
স্বামী স্ত্রীর বন্ধন না থাকা অবস্থায় ভাই-বোন হিসেবে দেখা সাক্ষাৎ জায়েজ হবে। কিন্তু ফিতনার আশংকা থাকলে দেখা সাক্ষাৎ থেকেও বিরত থাকতে হবে।
حُرِّمَتْ عَلَيْكُمْ أُمَّهَاتُكُمْ وَبَنَاتُكُمْ وَأَخَوَاتُكُمْ وَعَمَّاتُكُمْ وَخَالَاتُكُمْ وَبَنَاتُ الْأَخِ وَبَنَاتُ الْأُخْتِ وَأُمَّهَاتُكُمُ اللَّاتِي أَرْضَعْنَكُمْ وَأَخَوَاتُكُم مِّنَ الرَّضَاعَةِ وَأُمَّهَاتُ نِسَائِكُمْ وَرَبَائِبُكُمُ اللَّاتِي فِي حُجُورِكُم مِّن نِّسَائِكُمُ اللَّاتِي دَخَلْتُم بِهِنَّ فَإِن لَّمْ تَكُونُوا دَخَلْتُم بِهِنَّ فَلَا جُنَاحَ عَلَيْكُمْ وَحَلَائِلُ أَبْنَائِكُمُ الَّذِينَ مِنْ أَصْلَابِكُمْ وَأَن تَجْمَعُوا بَيْنَ الْأُخْتَيْنِ إِلَّا مَا قَدْ سَلَفَ ۗ إِنَّ اللَّهَ كَانَ غَفُورًا رَّحِيمًا [٤:٢٣]
তোমাদের জন্যে হারাম করা হয়েছে তোমাদের মাতা, তোমাদের কন্যা, তোমাদের বোন, তোমাদের ফুফু, তোমাদের খালা, ভ্রাতৃকণ্যা; ভগিনীকণ্যা তোমাদের সে মাতা, যারা তোমাদেরকে স্তন্যপান করিয়েছে, তোমাদের দুধ-বোন, তোমাদের স্ত্রীদের মাতা, তোমরা যাদের সাথে সহবাস করেছ সে স্ত্রীদের কন্যা যারা তোমাদের লালন-পালনে আছে। যদি তাদের সাথে সহবাস না করে থাক, তবে এ বিবাহে তোমাদের কোন গোনাহ নেই। তোমাদের ঔরসজাত পুত্রদের স্ত্রী এবং দুই বোনকে একত্রে বিবাহ করা; কিন্তু যা অতীত হয়ে গেছে। নিশ্চয় আল্লাহ ক্ষমাকরী,দয়ালু। [সুরা নিসা-২৩]
عَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ” الْوَلَدُ لِلْفِرَاشِ ” (مسند احمد، رقم الحديث-173
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।